এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কি হবে পঞ্চায়েতের ফল? কি বলছে জনমত সমীক্ষা?

কি হবে পঞ্চায়েতের ফল? কি বলছে জনমত সমীক্ষা?

অবশেষে আইনি জট কাটিয়ে দিনের আলো দেখতে চলেছে বাংলার পঞ্চায়েত নির্বাচন। রাত পোহালেই কাল সকাল থেকে শুরু হয়ে যাবে ভোটগ্রহণ। আর আগামী বৃহস্পতিবার, ১৭ মে হবে গণনা। সেদিনই জানা যাবে গ্রামীণ বাংলার দখল থাকতে চলেছে কার হাতে। পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর জেলা পরিষদে মোট আসনের সংখ্যা ৮২৫, কিন্তু এর মধ্যে ইতিমধ্যেই ২০৪ টি আসনে ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে’ গেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলায় আপাতত সেখানে ভোটের ফলাফল প্রকাশ করা যাবে না, আগামীকাল ভোটগ্রহণ হবে বাকি ৬২১ টি আসনে। আর এই নির্বাচনের আগে এবিপি আনন্দ-সি ভোটার সামনে নিয়ে এল একটি জনমত সমীক্ষা। দুটি ভাগে বিভক্ত সেই সমীক্ষা –

১. ভোট হতে চলা ৬২১ টি আসনে কি ফলাফল হতে চলেছে?
তৃণমূল কংগ্রেস – ৩৭৫
বিজেপি – ১৭৬
বামফ্রন্ট – ৫৯
কংগ্রেস – ৯

২. যদি ৮২৫ টি আসনেই ‘নির্বাচন’ হাত তাহলে ফলাফল কি হতে পারত?
তৃণমূল কংগ্রেস – ৫২০
বিজেপি – ১৮৭
বামফ্রন্ট – ৮৪
কংগ্রেস – ৩৩

৩. অর্থাৎ ওই সমীক্ষা অনুযায়ী শাসকদলের ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা’ ২০৪ টি আসনে নির্বাচন হলে, তার ফলাফল হত –
তৃণমূল কংগ্রেস – ১৪৫
বিজেপি – ১১
বামফ্রন্ট – ২৫
কংগ্রেস – ২৪

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!