এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ব্যক্তি না দলীয় প্রতীক? কার ভাগ্য প্রসন্ন, ভাটপাড়া উপনির্বাচন নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে

ব্যক্তি না দলীয় প্রতীক? কার ভাগ্য প্রসন্ন, ভাটপাড়া উপনির্বাচন নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে


এবারের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে দীনেশ ত্রিবেদীকে যাতে প্রার্থী করা না হয় তার জন্য দলের অন্দরে আর্জি জানিয়েছিলেন ভাটপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্জুন সিংহ। কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত সেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে দীনেশ ত্রিবেদীর উপর আস্থা রাখলে প্রবল ক্ষুব্ধ হয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুনবাবু। আর এরপরই তৃণমূলের দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে সেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংহকে প্রার্থী করে বিজেপি।

সম্প্রতি সেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছে। কিন্তু ভাটপাড়া বিধানসভার বিধায়ক অর্জুন সিংহ লোকসভা নির্বাচনে দাঁড়ানোয় সেই ভাটপাড়া বিধানসভা কেন্দ্রটি ফাঁকা হয়ে যাওয়ায় সেখানে উপনির্বাচনের দামামা বেজে গিয়েছে। একদা এখানকার দাপুটে তৃণমূল নেতা অর্জুন সিংহ বিজেপিতে চলে যাওয়ায় এবার এই ভাটপাড়া বিধানসভা কেন্দ্রটি কার হাতে থাকবে তা নিয়েই বর্তমানে তীব্র চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বস্তুত, এবারে এই ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন মদন মিত্র এবং অপরদিকে বিজেপির প্রার্থী করা হয়েছে সেই অর্জুন সিংহের পুত্র পবন সিংহকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে এই কেন্দ্রে ব্যক্তি অর্জুন সিং ফ্যাক্টর হবে, নাকি তৃনমূল মদন মিত্রকে দিয়ে তাদের জয় ধরে রাখবে, তা নিয়ে নানা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। তৃণমূলের দাবি, অর্জুন সিংহের শাসন থেকে এলাকার মানুষ মুক্তি পেতে এবার তৃণমূল প্রার্থী মদন মিত্রকে ভোট দেবেন। এদিন এই প্রসঙ্গে তৃণমূলের ভাটপাড়া বিধানসভা নির্বাচনে কমিটির আহ্বায়ক সোমনাথ শ্যাম বলেন, “অর্জুন মিথ এখানে কোনো কাজ করবে না। গত লোকসভা ভোটে মানুষ ওকে চাইতো না বলেই আমরা এখানে লিড পাইনি। গত বিধানসভাতে ও রিগিং করে বেশি ভোটে জিতেছিল কিন্তু এবার আর রিগিং হবে না। এই নির্বাচনে অর্জুন বিরোধী ভোট হবে। তৃণমূলের প্রতিকই যে বড় কথা তা এবার প্রমাণ হয়ে যাবে।”

অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিংহ বলেন, “আসলে গত লোকসভায় তৃণমূল প্রার্থীকে এলাকার মানুষ পাননি বলেই ভোট দেননি। কিন্তু আমি যখন বিধানসভায় প্রার্থী হয়েছি, তখন মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে। আমাদের পরিবারের সঙ্গে ভাটপাড়ার মানুষের বহুদিনের সম্পর্ক। দল সবার আগে একথা সত্যি, কিন্তু মানুষের পাশে থাকা বড় ফ্যাক্টর‌। তাই এবারের নির্বাচনে ভাটপাড়ায় তৃণমূল কোনো ফ্যাক্টর হবে না। এখানে এবার বিজেপিই জিতবে।” সব মিলিয়ে ব্যক্তি বনাম দলীয় প্রতীকের দ্বন্দ্বে এবার শেষ পর্যন্ত ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে কে শেষ হাসি হাসে তা দেখবার জন্য অপেক্ষা করতেই হবে আগামী ২৩ শে মে পর্যন্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!