এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কেন গ্রাহ্য হল ই-মনোনয়ন? কি বলছে আদালত? কি বলছে কমিশন?

কেন গ্রাহ্য হল ই-মনোনয়ন? কি বলছে আদালত? কি বলছে কমিশন?


সিপিএমের করা মামলার পরিপ্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্টে বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দেয় ই-মনোনয়ন বৈধ। ২৩ এপ্রিলের বেলা ৩ টে পর্যন্ত যে সব ই-মনোনয়ন সিপিএম-এর তরফে দাখিল হয়েছে তা গ্রহণ করতে হবে কমিশনকে। এই বিষয়ে কমিশনকে তীব্র ভর্ৎসনা করার পাশাপাশি আদালত জানায়, কেন এই ই-মনোনয়নকে বৈধতা দেওয়া হল –

১. ই-মনোনয়ন দাখিল করা হলে, কমবে মৃত্যুর হার
২. ই-মনোনয়নই একটা পথ যেখানে গণ্ডগোল কমানো যেতে পারে
৩. প্রার্থীদের সংখ্যা বাড়লে জনগণের সামনে প্রার্থীদের নিয়ে অপশনও বাড়বে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!