এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নির্বাচন কমিশন থেকে নেই সাড়াশব্দ! বাংলায় কি সময়ে বিধানসভা নির্বাচন হবে না? বাড়ছে জল্পনা

নির্বাচন কমিশন থেকে নেই সাড়াশব্দ! বাংলায় কি সময়ে বিধানসভা নির্বাচন হবে না? বাড়ছে জল্পনা


করোনা ভাইরাসের কারণে সমস্ত কিছু বর্তমানে বন্ধ রয়েছে। হঠাৎ করেই লকডাউনের কারণে বন্ধ হয়ে গিয়েছিল রাজ্যসভার মত নির্বাচন। তবে সম্প্রতি পঞ্চম দফার লকডাউনে বেশকিছু শিথিলতা আনা হয়েছে। কিন্তু আগামী দিনে যে সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে, তা কি সময় হবে! করোনা ভাইরাসের কারণে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। জানা গেছে, করোনা পরিস্থিতির পরবর্তী সময়ে এখন ভোট করানোই প্রধান চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে।

প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বরের শেষদিকে বিহার বিধানসভার মেয়াদ শেষ হবে। আর তারপরেই 2021 এর 30 শে মে শেষ হবে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ। পাশাপাশি একইভাবে তামিলনাডু এবং অসমে বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে বলে জানা যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে যেভাবে ভারতকে করোনার মত ভয়াবহ ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে, তাতে চলতি বছরের শেষ দিকে এবং আগামী বছরের প্রথম দিকে এই এত রাজ্যের বিধানসভা নির্বাচন করানো আদৌ সম্ভব হবে কিনা নির্বাচন কমিশনের পক্ষে, তা নিয়ে তৈরি হয়েছে সমস্যা।

জানা গেছে, বর্তমান সময় থেকেই আগামী বছরের এপ্রিল-মে মাসের দিকে ভোটের জন্য প্রস্তুতি নিতে শুরু করে নির্বাচন কমিশন। এক্ষেত্রে ভোট কর্মীদের হিসেব সহ গাইডলাইন তৈরি ইভিএমের হিসেব-নিকেশ ইত্যাদি প্রস্তুতি শুরু করে দেওয়া হয়। কিন্তু করোনা ভাইরাসের কারণে এখন সমস্ত কিছু বন্ধ রয়েছে। তাই সঠিক সময়ে এই রাজ্যগুলোর বিধানসভা নির্বাচন করা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের এক কর্তা বলেন, “সময়ের উপরে ভরসা করতে হচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ অনুসারে পুরো প্রক্রিয়া হবে।” তবে যেভাবে বিশেষজ্ঞরা বলছেন, আগামী জুলাই মাসের দিকে ভারতবর্ষে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই বৃদ্ধি পাবে। ফলে জুলাই মাসের পর যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে ভবিষ্যতে বিধানসভা নির্বাচনে যে সমস্ত রাজ্য ঝাপাবে, সেই সমস্ত রাজ্যের জন্য প্রস্তুতি নেবে নির্বাচন কমিশন।

তবে একাংশের মতে, করোনা পরিস্থিতি দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ আকার নেওয়ার পরেও, সেখানে সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে নির্বাচন করা হয়েছিল। ফলে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের বিধানসভার যদি সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তাহলে এই নীতি মেনে কেন কমিশন সঠিক সময়ে নির্বাচন করাতে পারবে না? এদিন এই প্রসঙ্গে কমিশনের এক আধিকারিক বলেন, “এই দেশের সঙ্গে দক্ষিণ কোরিয়া স্বচ্ছতাকে মেলালে ভুল হবে।”

তবে কমিশনের পক্ষ থেকে এই সমস্ত কথা বর্তমানে জল্পনার পর্যায়েই ধরছেন বিশেষজ্ঞরা। আগামী দিনে যে সমস্ত রাজ্যের নির্বাচন রয়েছে, করোনার ভয়াবহতা দেখেই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বলে মত ওয়াকিবহাল মহলের। ফলে, সবমিলিয়ে বাংলায় সময়ে বিধানসভা নির্বাচন হবে কিনা, তা নিয়েই শুরু হয়েছে চূড়ান্ত জল্পনা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!