এখন পড়ছেন
হোম > জাতীয় > সাড়ে ৩ হাজার কোটির বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত, নিজেদের বাঁচাতে দুর্নীতিগ্রস্তদের জোট: মোদী

সাড়ে ৩ হাজার কোটির বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত, নিজেদের বাঁচাতে দুর্নীতিগ্রস্তদের জোট: মোদী

এনডিএ জোটের চার বছর পূর্তি উপলক্ষ্য শনিবার উড়িষ্যার কটকে একটি জনসভায় বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বক্তৃতায় তিনি বিজেপি জমানায় দেশের উন্নয়নের প্রসঙ্গে নানা উদাহরণ দিলেন তিনি। একই সাথে সরকারের কাজ কর্মের বিস্তারিত বিবরণ দিয়ে উপস্থিত জনগনের মধ্যে বিজেপি দলের প্রতি আস্থা সঞ্চারের চেষ্টা করলেন। এদিন বিরোধী শিবিরের কংগ্রেস দলকে আক্রমনে কোনো কসুর করলেন না প্রধানমন্ত্রী। কংগ্রেস দলের পরিবারতন্ত্র বিষয়ে বিদ্রুপ করে প্রধানমন্ত্রী বললেন, ” কংগ্রেস কখনও সার্বিক উন্নয়নের কথা ভাবেনি। কংগ্রেসের কাছে ক্ষমতাই একমাত্র লক্ষ্য। ৩৫০০ কোটি টাকার বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। কিন্তু, কংগ্রেস কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। এখন হতাশা থেকে আশার দিকে এগোচ্ছে ভারত। কংগ্রেস শুধু ভোট ব্যাংকের জন্য কাজ করে। সদিচ্ছা নিয়ে সঠিক পথেই এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হয় না সরকার। আজ এর ফল পাচ্ছে দেশের মানুষ।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দেশ প্রেম এবং দেশের উন্নয়নের পরবর্তী পর্যায়ের ভাষণে প্রধানমন্ত্রী বিজেপি সরকারের সর্বাঙ্গীন ইতিবাচক ভূমিকা প্রসঙ্গে বললেন, “আমাদের আমলে দেশে মাও অধ্যুষিত জেলার সংখ্যা কমেছে। দেশের মানুষ এখনও আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত। দেশের এক কোটি মানুষ অটল পেনশন যোজনার সঙ্গে যুক্ত হয়েছেন। ভারতে এখন ৮০ শতাংশরও বেশি ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। যা আগে কখনওই ছিল না। গত ৪ বছরে ১০ কোটি এলপিজি কানেকশন দেওয়া হয়েছে।”  তাঁর ভাষণের শেষ পর্যায়ে আগামী বছর লোকসভা নির্বাচনে দেশের আঞ্চলিক দলগুলির অবিজেপি জোট গঠনের প্রসঙ্গে বললেন, “আমি ঈশ্বরের কাছে বিরোধী জোটের জন্য প্রার্থনা করছি। কারণ, যাঁরা জোট বেঁধেছেন, তাঁরা নিজেরাই দুর্নীতিগ্রস্ত। নিজেদের বাঁচাতে আজ দুর্নীতিগ্রস্তরা জোট বেঁধেছে।” তবে প্রধানমন্ত্রী এদিনের ভাষণে বিস্ময়করভাবেই দেশের উন্নয়নের তালিকায় বর্তমান অর্থনীতি, কর্মসংস্থান, শিল্প-বাণিজ্য ও স্বাস্থ্য-শিক্ষা প্রভৃতি বিষয়ের কোনো সচেতন উল্লেখ ছিলোনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!