এখন পড়ছেন
হোম > জাতীয় > পতঞ্জলি স্বদেশি সমৃদ্ধি সিম কার্ড -এর কি কি সুযোগ সুবিধা পাবেন দেখে নিন

পতঞ্জলি স্বদেশি সমৃদ্ধি সিম কার্ড -এর কি কি সুযোগ সুবিধা পাবেন দেখে নিন

নররূপে আবির্ভূত হতে চলেছেন যোগগুরু রামদেব। এবার আর শরীর স্বাস্থ্য নয় একেবারে টেলিকম জগতে পদার্পন করতে চলেছেন তিনি। জি নিউজ-এ প্রকাশিত খবর অনুযায়ী জানা গেলো বিএসএনএল-এর সঙ্গে যৌথ উদ্যোগে রামদেবের সংস্থা পতঞ্জলি স্বদেশি সমৃদ্ধি সিম কার্ড নিয়ে আসছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা যাচ্ছে এই সিম কার্ডের আনুষ্ঠানিক সক্রিয়করণের পরে প্রাথমিক পর্যায়ে পতঞ্জলি কর্মীরাই শুধুমাত্র এই স্বদেশি সমৃদ্ধি সিম কার্ড ব্যবহার করে এর উপযোগ নিতে পারবেন। কিছুদিন পরে সাধারণ মানুষের জন্যে স্বদেশি সমৃদ্ধি সিম কার্ড ব্যবহারের সুবিধা চালু হলে সিম কার্ডের মাধ্যমে সিম কার্ডের উপভোক্তারা প্রত্যেক পতঞ্জলি পণ্যের উপর ১০ শতাংশ পর্যন্ত ছাড়ও পাবেন। এই সিম কার্ডের রিচার্জ বিষয়ক প্ল্যান সমপর্কে জানা গেলো প্রত্যেক উপভোক্তাকে ১৪৪ টাকার একটি রিচার্য করাতে হবে। আর এই রিচার্যে গ্রাহক পেয়ে যাবেন আনলিমিটেড লোকাল এবং এসটিডি কল ও ১০০ ন্যাশনাল এসএসএস সহ ২ জিবি ডেটা। জানা গেলো পতঞ্জলি’র তরফ থেকে এই সমৃদ্ধি সিম কার্ড ব্যবহারকারীদের জন্য স্বাস্থ্য এবং জীবন বিমারও বন্দোবস্তও করা হবে। পতঞ্জলি সংস্থার কর্ণধার যোগগুরু রামদেব জানালেন খুব শীঘ্রই বিএসএনএল-এর ৫ লাখ কাউন্টার থেকে ভারতবাসী স্বদেশি সমৃদ্ধি সিম কার্ড ক্রয় করতে পারবে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!