এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদীর চিন্তা বাড়িয়ে যোগী-রাজ্যে চূড়ান্ত সফল বিরোধীদের সংখ্যালঘু সমীকরণ

মোদীর চিন্তা বাড়িয়ে যোগী-রাজ্যে চূড়ান্ত সফল বিরোধীদের সংখ্যালঘু সমীকরণ


চার বছরের ব্যবধানে  উত্তর প্রদেশ থেকে একজন সংখ্যা লঘু নেতা লোকসভাতে সাংসদ মনোনীত হতে চলেছেন। উত্তর প্রদেশের কৈরানা কেন্দ্রে  জয়ী হয়েছেন প্রাক্তন বিএসপি সাংসদ মুন্নাবর হাসানের স্ত্রী তবস্সুম হাসান। জয়ী তবস্সুম হাসান এই নির্বাচনে বিজেপি প্রার্থী মৃগাঙ্ক সিংকে ৫০,০০০-এরও বেশি ভোটে হারিয়েছেন। আরএলডি প্রার্থী  তবস্সুম হাসান কে এই নির্বাচনে সমর্থন করে সপা, বসপা, লোকদলের মতো আঞ্চলিক দল সহ কংগ্রেস। যা দেখে বোঝা যায় গেরুয়া শিবির কে প্রতিহত করতেই আঞ্চলিক দলগুলির এই ঐক্যবদ্ধ

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তা। উল্লেখ্য বিজেপি সাংসদ হুকুম সিং মারা যাওয়ার পরেই রাজ্যের এই কেন্দ্রে উপ নির্বাচন হলো। এই উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী ছিলো নিহত সাংসদ  হুকুম সিং’র মেয়ে মৃগাঙ্ক সিং। ২০১৪ সালে সপার মুন্নাবর হাসান’কে পরাজিত করে বিজেপি প্রার্থী হুকুম সিং এই আসনে জয়লাভ করেছিলো। রাজ্যে ধারাবাহিক ভাবে বিজেপির পরাজয় আঞ্চলিক দলগুলির শক্তি বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করছে পাশাপাশি ২০১৯ র লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষদের ঐ দলগুলির জোটের গ্রাহ্যতার ও যথেষ্ট প্রমাণ মিলছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!