এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশের লক্ষ্যে তৃণমূলের রদবদল: একনজরে দেখে নিন কোন জেলার দায়িত্ব কাকে দিলেন মমতা ব্যানার্জি

একুশের লক্ষ্যে তৃণমূলের রদবদল: একনজরে দেখে নিন কোন জেলার দায়িত্ব কাকে দিলেন মমতা ব্যানার্জি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ২০২১-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে আজ এক দলীয় বৈঠকে বসেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জল্পনা চলছিলই, আর সেই জল্পনাকে মান্যতা দিয়ে – দলের একাধিক সাংগঠনিক পরিবর্তন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিবর্তনের পরে কোন জেলার দায়িত্বে কে, দেখে নিন একনজরে –

১. আলিপুরদুয়ার
চেয়ারপার্সন – দশরথ তিরকে
সভাপতি – মৃদুল গোস্বামী

২. কুচবিহার
চেয়ারপার্সন – বিনয়কৃষ্ণ বর্মন
সভাপতি – পার্থপ্রতিম রায়

৩. জলপাইগুড়ি
চেয়ারপার্সন – খগেশ্বর রায়
সভাপতি – কিষাণকুমার কল্যাণী

৪. দার্জিলিং (সমতল)
চেয়ারপার্সন –
সভাপতি – রঞ্জন সরকার

৫. উত্তর দিনাজপুর
চেয়ারপার্সন – অমল আচার্য
সভাপতি – কানাইয়ালাল আগরওয়াল

৬. দক্ষিণ দিনাজপুর
চেয়ারপার্সন – শঙ্কর চক্রবর্তী
সভাপতি – গৌতম বসু

৭. মালদা
চেয়ারপার্সন – মোয়াজ্জেম হোসেন
সভাপতি – মৌসম নূর

৮. মুর্শিদাবাদ
চেয়ারপার্সন – সুব্রত সাহা
সভাপতি – আবু তাহের খান

৯. নদীয়া
চেয়ারপার্সন – উজ্জ্বল বিশ্বাস
সভাপতি – মহুয়া মৈত্র

১০. বীরভূম
চেয়ারপার্সন – আশীষ ব্যানার্জি
সভাপতি – অনুব্রত মন্ডল

১১. বাঁকুড়া
চেয়ারপার্সন – শুভাশীষ বটব্যাল
সভাপতি – শ্যামল সাঁতরা

১২. ঝাড়গ্রাম
চেয়ারপার্সন – বিরবাহা সোরেন
সভাপতি – দুলাল মুর্মু

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১৩. পশ্চিম বর্ধমান
চেয়ারপার্সন – মলয় ঘটক
সভাপতি – জিতেন্দ্র তিওয়ারি

১৪. পশ্চিম মেদিনীপুর
চেয়ারপার্সন – দীনেন রায়
সভাপতি – অজিত মাইতি

১৫. পূর্ব বর্ধমান
চেয়ারপার্সন – মমতাজ সংঘমিত্রা
সভাপতি – স্বপন দেবনাথ

১৬. পুরুলিয়া
চেয়ারপার্সন – শান্তিরাম মাহাতো
সভাপতি – গুরুপদ টুডু

১৭. কলকাতা-উত্তর
চেয়ারপার্সন – সুদীপ ব্যানার্জি
সভাপতি –

১৮. কলকাতা-দক্ষিণ
চেয়ারপার্সন – সুব্রত মুখার্জি
সভাপতি – দেবাশীষ কুমার

১৯. দক্ষিণ ২৪ পরগণা
চেয়ারপার্সন – চৌধুরী মোহন জাটুয়া
সভাপতি – শুভাশীষ চক্রবর্তী

২০. উত্তর ২৪ পরগণা
চেয়ারপার্সন – নির্মল ঘোষ
সভাপতি – জ্যোতিপ্রিয় মল্লিক

২১. হাওড়া (শহর)
চেয়ারপার্সন – অরূপ রায়
সভাপতি – লক্ষ্মীরতন শুক্লা

২২. হাওড়া (গ্রামীণ)
চেয়ারপার্সন – কালীপদ মন্ডল
সভাপতি – পুলক রায়

২৩. হুগলী
চেয়ারপার্সন – রত্না দে নাগ
সভাপতি – দিলীপ যাদব

২৪. পূর্ব মেদিনীপুর
চেয়ারপার্সন – শিশির অধিকারী
সভাপতি – শিশির অধিকারী

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!