এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > আমপান সামলেছেন, সুন্দরবন এবার করোনা মোকাবিলাতেও ভরসা সেই কান্তি গাঙ্গুলীর আন্তরিক প্রচেষ্টা

আমপান সামলেছেন, সুন্দরবন এবার করোনা মোকাবিলাতেও ভরসা সেই কান্তি গাঙ্গুলীর আন্তরিক প্রচেষ্টা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সুন্দরবনের মাটিতে যখনই দুর্যোগ এসেছে, তখনই বাহিনী তৈরি করে মাঠে নেমে পড়েছেন সকলের প্রিয় কান্তিবুড়ো। বয়স বাড়লেও, ধুতি পাঞ্জাবি পরিহিত এই ভদ্রলোক দুর্যোগে মানুষের পাশে সব সময় দাঁড়াতে পছন্দ করেন। বাম আমলের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় এখন সেভাবে কোনো দায়িত্বে নেই। কিন্তু তা সত্ত্বেও সুন্দরবনের সঙ্গে তার যে নাড়ির টান রয়েছে, তা বারবার প্রমাণ দিয়েছেন তিনি। কিছুদিন আগে ভয়াবহ আমপান ঝড়ের দাপটে যখন সকলে ঘরের ভেতরে রয়েছে, তখন কান্তি গঙ্গোপাধ্যায় বাহিনী তৈরি করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন।

আর এবার করোনা মোকাবিলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় বাহিনী পাঠিয়ে মানুষের সাহায্যার্থে কাজ শুরু করে দিলেন বাম আমলের এই প্রাক্তন মন্ত্রী। সূত্রের খবর, ইতিমধ্যেই কান্তি গঙ্গোপাধ্যায় 50 সদস্যের “কোভিড 19” প্রতিরোধ বাহিনী তৈরি করেছেন। যে বাহিনীতে অশ্রু তরুণ-তরুণী পাশাপাশি রয়েছে অনেক হাতুড়ে চিকিৎসক। ইতিমধ্যেই বাহিনীর সদস্যদের আরও বেশি করে প্রশিক্ষণ দিতে আগামী 9 আগস্ট রায়দিঘিতে আসবেন চিকিৎসকদের একটি দল।

অর্থাৎ বাহিনীর সদস্যদের প্রশিক্ষিত করে কান্তি গঙ্গোপাধ্যায় করোনা প্রতিরোধে সুন্দরবনের মাটিতে যে নতুন করে ঝাঁপিয়ে পড়তে চলেছেন, তা তার এই উদ্যোগেই পরিষ্কার হয়ে গেল। যখনই বিপদ হতে দেখা গেছে সুন্দরবনে, তখনই তিনি পাশে দাঁড়িয়েছেন। এবার করোনার মত মারন রোগ মোকাবিলাতেও যেভাবে তিনি বাহিনী তৈরি করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তাতে খুশি প্রত্যেকেই। এদিন এই প্রসঙ্গে কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, “সকলেই শহরাঞ্চল নিয়ে চিন্তা করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখন করোনা গ্রামে ছড়াচ্ছে। রোগীরা কোথায় যাবেন! গ্রামের রোগীদের আমাদের বাহিনীর সদস্যরা প্রাথমিক চিকিৎসা করাবেন। কোনো এলাকায় করোনা ছড়ালে জীবাণুমুক্ত করার কাজ করবেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার প্রায় 80% মানুষ। প্রাথমিক চিকিৎসার জন্য এখানকার মানুষ গ্রামীণ চিকিৎসকদের ওপর নির্ভরশীল। করোনা মোকাবিলায় ওদের যুক্ত করার প্রস্তাব সরকারের কাছে দিয়েছিলাম। সরকার কি ভাবছে জানি না। আমরা কাজ শুরু করে দিয়েছি।”

এদিকে ভয়াবহ ঝড়ের পর কান্তি গঙ্গোপাধ্যায় করোনা মোকাবিলাতেও যেভাবে ঝাপিয়ে পড়েছেন, তাকে স্বাগত জানিয়েছেন ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক দেবাশিস রায়। এদিন তিনি বলেন, “এই সময় এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। মানুষের পাশে থাকার জন্য যে উদ্যোগ নেওয়া হবে, তাকে স্বাগত জানাব। প্রশাসনের সাহায্য চাইলে যতটা সম্ভব, তা দেওয়ার চেষ্টা হবে।” সব মিলিয়ে বয়স বাড়লেও প্রতিবন্ধকতাকে না দেখে করোনা প্রতিরোধে বাহিনী গড়ে তুলে সুন্দরবনের মাটিতে আবার কাজ শুরু করে দিলেন কান্তি গঙ্গোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!