এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আবার ভুয়ো অফিসার কলকাতায়, একের পর এক ভুয়ো অফিসারের দৌরাত্বে একেবারে নাজেহাল অবস্থা পুলিশের

আবার ভুয়ো অফিসার কলকাতায়, একের পর এক ভুয়ো অফিসারের দৌরাত্বে একেবারে নাজেহাল অবস্থা পুলিশের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভুয়ো আইএস অফিসার দেবাঞ্জন দেব গ্রেফতার হবার পর থেকেই একের পর এক ভুয়ো অফিসারের সন্ধান পাওয়া যাচ্ছে। এবার পর্ণশ্রীর পাঠক পাড়া এলাকার বাসিন্দা পার্থ দত্ত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ব্যক্তি নিজেকে কলকাতা পুলিশের ভুয়ো এআরএস পরিচয় দিয়ে বহু মানুষকে প্রতারণা করেছেন। চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এই পার্থ দত্তর বিরুদ্ধে।

তার কথামতো টাকা দেবার পরও চাকরি না পাওয়ায় বেশ কিছু ব্যাক্তি তার বেহালার বাড়িতে হানা দেয়। তবে সেখানে পাওয়া যায়নি তাকে। এরপর পুলিশের কাছেও তাঁরা বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পর পুলিশ গ্রেপ্তার করেছে পার্থ দত্তকে। অভিযোগ উঠেছে, নিজেকে কলকাতা পুলিশের এআরএস বলে পরিচয় দিয়ে বহু মানুষের টাকা হাতিয়ে নিয়েছে পার্থ দত্ত।
কলকাতা পুলিশের বড় বড় পদে চাকরি পাইয়ে দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই পার্থ দত্ত, এমনটাই পুলিশ সূত্রের খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এই ব্যক্তি বেহালায় এক বাড়ি ভাড়া নিয়েছিলেন, বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছিল। টাকা ফেরত চাইতে যাবার আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যান এই প্রতারক। গোপনসূত্রে তার সন্ধান পেয়ে গতকাল পর্ণশ্রী এলাকায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও, এ প্রসঙ্গে তার স্ত্রী জানিয়েছেন যে, স্বামীর অপরাধের ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে, তার বাড়িতে হানা দিয়ে সাউথ ইস্টার্ন রেলের আইকার্ড পাওয়া গেছে।

এদিকে, গতকাল বিকেলে নিউটাউন থানার পুলিশ গ্রেপ্তার করেছে তারক মন্ডল নামে এক ব্যক্তিকে, নিউটাউনের বাসিন্দা এই ব্যক্তি নিজেকে ভুয়ো হিউম্যান রাইটস কমিশন অফিসার বলে মানুষকে প্রতারণা করতেন। তার সঙ্গে সঙ্গে তার গাড়ির ড্রাইভারকে আটক করেছে পুলিশ। মানুষকে প্রতারণা করে বিভিন্ন ভাবে টাকা আদায় করা ছিল এই ব্যক্তির পেশা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!