এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবার নতুন করতে ছড়াতে পারে করোনা ! করোনার নতুন স্ট্রেন মোকাবিলায় কেন্দ্রের জরুরি বৈঠক

আবার নতুন করতে ছড়াতে পারে করোনা ! করোনার নতুন স্ট্রেন মোকাবিলায় কেন্দ্রের জরুরি বৈঠক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ব্রিটেনে নতুন স্ট্রেন পাওয়া গেছে করোনার। যারফলে ব্রিটেনে আবার নতুন করে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। লন্ডনের সকলকে আবার ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। নতুন করে সেখানে শুরু হচ্ছে লকডাউন। বৃটেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে, দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার নতুন স্টেন। করোনার নতুন স্ট্রেনকে কিভাবে মোকাবিলা করা যাবে? সে বিষয়ে বিশেষ বৈঠক ডাকলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

আজ সোমবার হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জয়েন্ট মনিটরিং গ্রুপের বৈঠক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারতে নিযুক্ত প্রতিনিধি ডক্টর রডরিকে এইচ অফরিনও বৈঠকে উপস্থিত থাকবেন। করোনার নতুন স্টেনকে কিভাবে মোকাবিলা করা যাবে? সে বিষয়ে চলবে আজকের বৈঠক আলোচনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি, বৃটেনের পক্ষ থেকে সারা বিশ্বকে সতর্ক করে জানানো হয়েছে যে, করোনার এই নতুন স্টেন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বাইরে। এর কারণে, ইংল্যান্ডের দক্ষিণে ব্যাপক হরে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। একারণে, এবছর ব্রিটেনে বড়দিনের আয়োজন বন্ধ রাখা হচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সকলকে তিনি ঘরে থাকার অনুরোধ করেছেন।

ইতিমধ্যে, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি, জার্মানি, বেলজিয়াম সহ ইউরোপের বিভিন্ন দেশ ব্রিটেনের সঙ্গে তাদের দেশের বিমান পরিষেবা বন্ধ করে দিল। আবার দক্ষিণ আমেরিকার কলম্বিয়া, আর্জেন্টিনা, চিলি সহ কিছু দেশ ইংল্যান্ডের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করেছে। তবে ভারত এখনো ইংল্যান্ডের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!