এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গন্ডগোলের আশঙ্কার জেরেই কি যুবরাজের সভার স্থান বদল? জল্পনা দলের অন্দরেই

গন্ডগোলের আশঙ্কার জেরেই কি যুবরাজের সভার স্থান বদল? জল্পনা দলের অন্দরেই


জল্পনা বাড়িয়ে ১২ জানুয়ারির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হুগলির ব্রিগেড প্রস্তুতি সভার রদবদল করল জেলা তৃণমূল কংগ্রেস। আরামবাগ থেকে সরিয়ে ওই জনসভার স্থান নির্ধারণ করা হল পোলাবার অমরপুর মাঠে। এমনটাই জানালেন, তৃণমূল কংগ্রেসের হুগলু জেলা সভাপতি তপন দাশগুপ্ত।

তিনি আরো জানালেন,ওদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সভায় উপস্থিত থাকবেন জেলার অবজার্ভার অরূে বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট তৃণমূল নেতৃত্বরা। প্রস্তুতি সভায় কমপক্ষে দু লক্ষ কর্মী সমর্থক জড়ো করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এছাড়া ৩০ টি ব্লক এবং টাউন থেকে অন্তত ১০ হাজার কর্মী নিয়ে দুপুর ১২ টার মধ্যে সভাস্থলে উপস্থিত হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এই ব্রিগেড প্রস্তুতি সভার পাশাপাশি প্রতিটি শহর এবং গ্রাম পঞ্চায়েতে আলাদা করেই প্রচারের কর্মসূচি রাখা হয়েছে। তবে হঠাৎ করে যুব তৃণমূল কংগ্রেস সভাপতির সভাস্থল পরিবর্তন করা হল কেন? এ প্রশ্নকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিকমহলে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলীয় সূত্রের খবর, গত জেলা কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১২ জানুয়ারি আরামবাগের গড়বাড়ি মাঠে ব্রিগেড প্রস্তুতি সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরই আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রাক্তন কৃষি ও সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ শেখ মুক্তার ১৬ ডিসেম্বর দলের গোষ্ঠী কোন্দলের জেরে খুন হন। মৃতের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে দলীয় কর্মীদের কোপের মুখে পড়তে হয় জেলা সভাপতি তপন দাশগুপ্ত, দুই কার্যকরী সভাপতি অসীমা পাত্র, প্রবীর ঘোষাল ও বিধায়ক অসিত মজুমদারকে।

দলীয় কর্মীদের এভাবে দলের বিরুদ্ধেই ক্ষোভ প্রদর্শন চাপে ফেলে দেয় জেলা তৃণমূল নেতৃত্বদের। তারপরই অভিষেকের সভাস্থল পরিবর্তন নিয়ে ভাবনা চিন্তা শুরু করা হয়। প্রথমে আরামবাগের বিকল্প হিসাবে চুঁচুড়া এবং শ্রীরামপুরের কথা ভাবা হয়। কিন্তু এই দুই জায়গাতেই কর্মী সমর্থক জমায়েত করতে গেলে ব্যাপক যানজটে শহর অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। সেই কারণেই যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে দিল্লি রোড লাগোয়া পোলবার সুগন্ধা মোড় থেকে সামান্য দূরত্বে অমরপুর মাঠটিকেই তৃণমূল যুবনেতার সভা করার জন্যে চূড়ান্ত করে তৃণমূল।

ব্রিগেডের পাশাপাশি এই প্রস্তুতি সভার জন্যেও ডানকুনি, সিঙ্গুরের রতনপুর, চন্দননগরের শ্বেতপুর মোড় ও সুগন্ধায় এখন থেকেই গেট তৈরির কাজ শুরু করেছে তৃণমূল। আরামবাগ মহাকুমায় যেভাবে গোষ্ঠীদ্বন্দ্বের রমরমা শুরু হয়েছে তাতে তৃণমূলের রাজ্য নেতৃত্বও যে বিক্ষোভের মুখে পড়বেন না এ আশঙ্কাকে একেবার উড়িয়ে দিতে পারলেন না হুগলি জেলা তৃণমূল নেতারা। আর সেজন্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষার কথা মাথায় রেখেই কোরকমিটির সিদ্ধান্তের পরেও সভার জায়গা পরিবর্তন করা হল। এমনটাই দাবী শাসকদলের অভিজ্ঞমহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!