এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত নির্বাচন মিটলেই শিল্প আনতে এবার চীন সফরে মুখ্যমন্ত্রী

পঞ্চায়েত নির্বাচন মিটলেই শিল্প আনতে এবার চীন সফরে মুখ্যমন্ত্রী

আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠভাবে সমাপ্তির পরে জুন মাসের শেষ সপ্তাহে বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে  মুখ্যমন্ত্রীর এই সফর চীন সফর হওয়ার সম্ভবনা। শিল্প ও বিনিযোগ নিয়ে আলোচনার স্বার্থেই মুখ্যমন্ত্রীর এই সফর বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরেই চীন সফরের নিমন্ত্রন আসলেও সেগুলি রক্ষা করা সম্ভব হয়ে উঠছিলো না মুখ্যমন্ত্রী’র।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবারেও সেদেশের মোট ৬টি প্রদেশের সরকারের আমন্ত্রণ থাকলেও মুখ্যমন্ত্রী এই সফরে মাত্র   ২টি প্রদেশ সফর করবেন বলে জানা গিয়েছে।নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর চিন সফরে যাওয়ার জন্য প্রয়োজনীয় কেন্দ্রীয় সরকারি ছাড়পত্র মিলেছে সম্প্রতি। এর পরই নবান্ন সফরসূচি চূড়ান্ত করেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে মোট ৬ জনকে সরকারী অতিথির মর্যাদা দিয়েছে চীন সরকার। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সাথে একটি বাণিজ্য প্রতিনিধিদল চীন সফরে যাওয়ার সম্ভবনা রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!