এখন পড়ছেন
হোম > রাজ্য > কটাক্ষের জেরে মন্ত্রীর নির্দেশে মোমের জাদুঘর থেকে মহানায়ক-মহানায়িকার মূর্তি সরল তড়িঘড়ি

কটাক্ষের জেরে মন্ত্রীর নির্দেশে মোমের জাদুঘর থেকে মহানায়ক-মহানায়িকার মূর্তি সরল তড়িঘড়ি


নিউটাউনের মাদার্স ওয়াক্স মিউজিয়াম আজকের দিনে দাঁড়িয়ে শহরবাসীর কাছে একটি পরিচিত দ্রষ্টব্যস্থান। বহু মানুষ প্রতিদিন তাঁদের পছন্দের জীবিত বা প্রয়াত বহু বিশিষ্ট মানুষের মোমের মূর্তির পাশে দাঁড়িয়ে নিজেদের ছবি তোলেন। আর সেখানেই মোমের মূর্তিকে ঘিরে তৈরী হলো বিতর্ক। অন্যসব বিশিষ্ট মানুষের মূর্তির মধ্যে সেখানে স্থান পেয়েছিলো টালিগঞ্জের রূপালী পর্দার একদা হিট জুটি মহানায়ক  উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন’র মূর্তি। কিন্তু মোমের প্রতিকৃতির সাথে বাস্তবের মানুষের বহু ত্রুটি ধরা পড়ে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সামঞ্জস্যহীনতার অভাবে সংগ্রহশালায় থাকা ঐ দুই মূর্তি সম্প্রতি সোস্যাল মিডিয়ায় ঘুরছিলো। পাশাপাশি মূর্তিগুলির বিকৃতি নিয়ে বিদ্রুপের বান। এ প্রসঙ্গে হিডকো’র চেয়ারম্যান দেবাশিস সেন বললেন, ”ফেসবুকে যে দু’টি ছবি ঘুরছে, সেগুলি একেবারে প্রথম দিকের। পরে দু’টি মূর্তিরই কিছু পরিবর্তন করা হয়। তা সত্ত্বেও আমাদের মনে হচ্ছিল মূর্তি দু’টির আরও পরিবর্তন প্রয়োজন। তাই এদিন সেগুলি আসানসোলে পাঠানো হয়েছে পরিবর্তনের জন্য।” হিডকো সূত্রের খবর অনুয়ারী পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, হিডকো চেয়ারম্যান অকে ফোন করে মূর্তি দুটি মিউজিয়াম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিলে সেগুলি  সংগ্রহশালা থেকে সরিয়ে দেওয়া হয়। ফিরহাদ হাকিম এ বিষয়ে শুধু বললেন, “হিডকো’কে বিষয়টি খতয়ে দেখতে বলা হয়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!