এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “আইনশৃঙ্খলার পতনে অব্যবস্থা শুরু হয়েছে। সাধারণ মানুষকে আক্রমণ ও লুঠ করা হচ্ছে।” – অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির

“আইনশৃঙ্খলার পতনে অব্যবস্থা শুরু হয়েছে। সাধারণ মানুষকে আক্রমণ ও লুঠ করা হচ্ছে।” – অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে আজ কলকাতায় ধর্ণা দিলেন বিজেপি নেতৃত্ব। প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, শমীক ভট্টাচার্যের মতো একাধিক নেতৃত্ব। প্রতিবাদ মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, রাজ্যের আইন শৃংখলার পতনে রাজ্যে অব্যবস্থা শুরু হয়েছে। সাধারণ মানুষকে আক্রমণ ও লুটপাট করা হচ্ছে।

কলকাতার মুরলীধর সেন লেনে বিজেপির সদর কার্যালয়ের সামনে প্রতিবাদ মঞ্চ বেঁধেছিলেন বিজেপি নেতৃত্ব। বিজেপির প্রথম সারির প্রায় সমস্ত নেতা ছাড়াও দলের সাধারণ কর্মী,সমর্থকরা মঞ্চে উপস্থিত ছিলেন। বিজেপি কর্মী যারা হামলার কারণে ঘরছাড়া হয়েছেন, তাঁরাও এসেছিলেন। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদ জানালেন একাধিক বিজেপি নেতা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, বহু মানুষ ঘরছাড়া আছেন। বিজেপি কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ঘরছাড়া।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যজুড়ে আইন-শৃংখলার পতনের ফলে অব্যবস্থা শুরু হয়েছে। সাধারণ মানুষকে আক্রমণ ও লুটপাট করা হচ্ছে। বহু হিন্দু মহল্লা প্রায় খালি হয়ে গেছে। বাজার লুট করা হচ্ছে। মানুষ প্রাণের ভয়ে পালিয়ে যাচ্ছেন। রাজ্যজুড়ে চলা হিংসার ঘটনায় প্রায় ২০ জন মানুষের মৃত্যু হয়েছে। প্রচুর মহিলা ধর্ষিত হয়েছেন।

বিজেপির রাজ্য সভাপতি জানালেন, আগে যেমন বলা হয়েছিল, কে কোথায় যাবেন? তাদের দেখে নেয়া হবে। কেন্দ্রীয় বাহিনী চলে গেলে, নির্বাচন কমিশন চলে গেলে, তখন কে কোথায় যাবেন? আর সেটাই এখন হচ্ছে। গ্রামেগঞ্জে ব্যাপক হিংসার ঘটনা ঘটছে। তিনি জানালেন, তাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন, সংবিধানে বিশ্বাস করেন। মঞ্চে উপস্থিত সকলের পক্ষ থেকে স্বৈরাচারী মানসিকতা ও হিংসাত্মক কাজের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা, ধিক্কার জানাচ্ছেন তাঁরা, গণতন্ত্রে এর কোনো স্থান নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!