এখন পড়ছেন
হোম > জাতীয় > কবে হতে চলেছে রামমন্দির, স্পষ্ট ঘোষণা অমিত শাহের

কবে হতে চলেছে রামমন্দির, স্পষ্ট ঘোষণা অমিত শাহের


 

দশকের পর দশক থেকে ভারতবর্ষের সবথেকে দীর্ঘকালীন মামলার মধ্যে একটি ছিল রাম জন্মভূমি, বাবরি মসজিদ মামলা। তবে গত 9 নভেম্বর সুপ্রিম কোর্টের রায় রাম মন্দিরের পক্ষে যায়। আর এরপর থেকেই রাম মন্দিরের স্বপক্ষে থাকা রাজনৈতিক দল থেকে শুরু করে ধর্মীয় সংগঠনগুলির মধ্যে অতিসত্বর অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য তৎপরতা চোখে পড়ে। সম্প্রতি ঝাড়খন্ডের নির্বাচনী প্রচারে গিয়ে পাকুরের একটি জনসভায় ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি স্পষ্ট ঘোষণা করেন, আগামী চার মাসের মধ্যেই রাম মন্দির তৈরীর কাজ হয়ে যাবে।

বিজেপি সভাপতি জানান, সুপ্রিম কোর্টের শুনানি দিয়েছে। এবার চার মাসের মধ্যে অযোধ্যায় গগনচুম্বী মন্দির তৈরি হবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত 9 নভেম্বর সর্বোচ্চ আদালত ঘোষণা করেছে, অযোধ্যায় যেখানে এতদিন অস্থায়ীভাবে ট্রেন্ড নির্মাণ করে রামলালা পূজিত হতেন, সেই স্থান রাম জন্মভূমির‌। আর আদালতের এই ঘোষণার পর থেকেই কার্যত রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে আইনি সব জটিলতা দূরীভূত হয়েছে।

এক্ষেত্রে অবশ্য রাম জন্মভূমি ন্যাসকে রাম মন্দির গঠনের জন্য ট্রাস্ট নির্মাণ করতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। ইতিমধ্যেই সেই ট্রাস্টের সভাপতি হওয়ার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আবেদন করেছে রাম জন্মভূমি ন্যাস বলে খবর। এছাড়াও মন্দির তৈরীর জন্য যাবতীয় নকশা এবং শিলা ইতিমধ্যেই তৈরী হয়েছে। তাই একবার শুরু হয়ে গেলেই সেই মন্দির তৈরি হতে বেশি সময় লাগবে না বলে আশা করছে রাম জন্মভূমি ন্যাস।

প্রশাসনিক পর্ব মিটে গেলেই আগামী দিনে 67 একর জমির উপরে তৈরি হবে রাম মন্দির। গত 9 নভেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বিচারপতিদের বেঞ্চ রাম মন্দিরের পক্ষে রায় দিলেও তার বিরুদ্ধে মোট 18 টি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল। কিন্তু সম্প্রতি সর্বোচ্চ আদালতের থেকে সবকটি আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

যার কারণেই বর্তমানে রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে কোনোরূপ আইনি জটিলতা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর কোর্টের এই রিভিউ পিটিশন খারিজ করার পাঁচ দিন কাটতে না কাটতেই, ঝাড়খন্ডে নির্বাচনী সভা থেকে অমিত শাহের এইরকম ঘোষণা রীতিমতো তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর আগে রাম মন্দির আন্দোলনের অন্যতম প্রধান সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে বলা হয়েছিল, পুরোমাত্রায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গেলেও, অন্তত পক্ষে চার বছর সময় লাগবে মন্দির তৈরি করতে। অর্থাৎ 2024 সাল পর্যন্ত সমাপ্ত হবে রাম মন্দির নির্মাণ। কিন্তু বিজেপি সভাপতি এদিকে যে দাবি করছেন, তাতে দেখা যাচ্ছে, চার বছর নয়, চার মাসের মধ্যেই অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে। যা নিয়ে রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে রাম অনুরাগীদের মধ্যে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচনের মরসুমে অমিত শাহের এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের এজেন্ডাগুলির মধ্যে অনেকগুলি এজেন্ডাতেই সফল হয়েছে বিজেপি। ধারা 370 থেকে শুরু করে তিন তালাক বিরোধী আইন, এমনকি সর্বোচ্চ আদালতের রায়ে রাম মন্দির নির্মাণের পথে আইনি বাধা দূরীভূত হয়।

এছাড়াও সম্প্রতি লোকসভা এবং রাজ্যসভায় পাস হয়ে যাওয়া সিটিজেনশিপ আমেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে কর্মসূচি সফলের দিক থেকে সফলতার শীর্ষে পৌঁছেছে বিজেপি। এখন রাম মন্দির তৈরির সময়সীমার ক্ষেত্রে অমিত শাহের বক্তব্য বাস্তবসম্মত হয়, নাকি নির্বাচনী বক্তব্য হয়েই থেকে যায়! সেদিকেই লক্ষ্য থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!