এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অমিত শাহের বঙ্গ ছাড়ার পরেই বিভীষণের বাড়িতে তৃণমূল, বড়সড় মন্তব্য বাড়ির কর্তার!

অমিত শাহের বঙ্গ ছাড়ার পরেই বিভীষণের বাড়িতে তৃণমূল, বড়সড় মন্তব্য বাড়ির কর্তার!

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দুদিনের বঙ্গ সফরে এসে গত বৃহস্পতিবার বাঁকুড়া জেলা সফর করেছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঁকুড়া জেলায় গিয়ে তিনি পোয়াবাগানে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেছিলেন। এরপর রবীন্দ্রভবনে বৈঠকের পর দুপুর বেলায় চতুরডিহি গ্রামে জনৈক আদিবাসী বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মধ্যাহ্নভোজনের পর, এই ঘটনাকে কেন্দ্র করে বিরূপ মন্তব্য করে তৃণমূল। তারপর থেকে দড়ি টানাটানি শুরু হলো বিভীষণ হাঁসদাকে নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্ন ভোজের দু’দিনের মধ্যেই তৃণমূল নেতৃত্ব তাদের বাড়িতে উপস্থিত হয়ে, তাঁদের হাতে তুলে দিল চাল ডাল সহ বেশ কিছু আর্থিক সাহায্য। ভয়ের কারণেই তৃণমূলের এমন পদক্ষেপ বলে মন্তব্য বিজেপির।

বস্তুত আদিবাসী বিভীষণ হাঁসদার বাড়িতে গত বৃহস্পতিবার মাটির উনুনে, মাটির হাঁড়িতে রান্না করা ভাত, মসুর ডাল, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত, পাঁচমিশালি সবজি দিয়ে রুটি খেয়ে ছিলেন অমিত শাহ। কলা পাতার উপর, কাসার থালা, তার উপরে শালপাতা দিয়ে খাবার পরিবেশন করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয় বর্গীয়, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী সেদিন আহার করেছিলেন বিভীষণ হাঁসদার বাড়িতে।

এরপর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজন কে কেন্দ্র করে একাধিক বিরূপ মন্তব্য শুরু হলো। তারপর থেকেই দড়ি টানাটানি শুরু হল। ইতিপূর্বে মাহালী পরিবারেও সঙ্গেও দুপুরের ভোজন করেছিলেন অমিত শাহ। তারপর বেপাত্তা হয়ে যায় মাহালী পরিবার। কিছুদিন পরে এই পরিবারকে যোগ দিতে দেখা গিয়েছিল তৃণমূল দলে। এরপর গীতা মাহালীকে চাকরিও দিয়েছে রাজ্য সরকার। বিজেপির অভিযোগ ছিল, ভয় দেখিয়েই তাদেরকে তৃণমূলে যোগদান করানো হয়েছিল। এবার বিভীষণ হাঁসদার পরিবারের সঙ্গেও এমনটা ঘটতে পারে বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও তৃণমূলের তরফ থেকে পাল্টা যুক্তি দেয়া হয়েছে যে, কোন রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ না করে আদিবাসী পরিবারকে সাহায্য করতে পারতেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তবে তিনি তা করেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজন করেছেন। তাই বিভীষণ হাঁসদাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য ভয় দেখানো হতে পারে। জোর করে তাকে তৃণমূলে যোগদান করাবার চেষ্টা চলতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজনের পরই তৃণমূল নেত্রী বিভীষণ হাঁসদার বাড়িতে পৌঁছে ছিলেন। এরপর নানারকম সামগ্রী দেওয়া হয়েছিল তাকে। এই কারণেই বিজেপি বিভীষণ হাঁসদাকে ভয় দেখিয়ে, উপঢৌকন দিয়ে তৃণমূলে যোগদান করাবার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে।

তবে তৃণমূলের দাবি, বিভীষণ হাঁসদার পরিবার আর্থিকভাবে অত্যন্ত দরিদ্র। তাই এই পরিবারকে আর্থিক সাহায্য করতে পারতেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু তিনি কিছুই করেন নি। খাওয়া দাওয়া করেই চলে গেছেন তিনি। এবার তাদের সাহায্য করতে এসেছে তৃণমূল, দাবি তৃণমূলের। তবে, তৃণমূলে যুক্ত হতে চান কিনা? এ বিষয় বিভীষণ হাঁসদাকে প্রশ্ন করা হলে, তার উত্তরে তিনি বলেছেন, ” কোনও দলের সঙ্গে যুক্ত নই। ভবিষ্যতেও হতে চাই না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!