এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অমিত শাহ বড় শকুন, যেখানেই মরার গন্ধ পায়, সেখানেই শকুন ছুটে যায়! আবার অশালীন আক্রমন অনুব্রতর

অমিত শাহ বড় শকুন, যেখানেই মরার গন্ধ পায়, সেখানেই শকুন ছুটে যায়! আবার অশালীন আক্রমন অনুব্রতর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনীতিকে শাসকের সঙ্গে বিরোধীদের তরজা থাকবে, রাজনৈতিক আক্রমণ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই আক্রমণ যাতে শালীনতার মাত্রা অতিক্রম না করে, তার দিকে সচেতন থাকা উচিত প্রতিটি রাজনীতিবিদের। তবে সব থেকে বড় অসুবিধার কারণ, বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন সময়ে সেই শালীনতার মাত্রাকেই বারবার অতিক্রম করেন হেভিওয়েট নেতা নেত্রীরা। কতটা আক্রমনাত্মক হতে পারলে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, তা ভেবে রীতিমতো অশালীন ছন্দে বিরোধীদলকে কটাক্ষ করতে দেখা যায় অনেককে। যার ফলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া তো দূর অস্ত, উল্টে ব্যক্তি ও দল দুটোতেই বিপাকে পড়েন সেই সমস্ত বক্তারা।

এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করতে গিয়ে রীতিমতো শালীনতার মাত্রা ছাড়ালেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, রবিবার বীরভূমের আউসগ্রামের 2 নম্বর ব্লকে তৃণমূলের এক কর্মীর সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করেন এই হেভিওয়েট তৃণমূল নেতা। আর সেখানেই অমিত শাহকে “শকুন” বলে অভিহিত করেন তিনি।

অনুব্রত মণ্ডল বলেন, “অমিত শাহ হচ্ছে বড় শকুন। যেখানেই মরার গন্ধ পায়, সেখানেই শকুন ছুটে যায়। রক্তের গন্ধ পেলেই ছুটে যান। লজ্জা লাগে না! নরেন্দ্র মোদী তুমি ভারতবর্ষকে শেষ করে দিয়েছ। তুমি ট্রেন বিক্রি করে দিয়েছ, তুমি ভারতকে অন্ধকারে নামিয়ে এনেছ। তুমি গোটা ভারতে করোনা ছড়িয়ে দিলে। তুমি একটা মাথামোটা, মিথ্যেবাদী প্রধানমন্ত্রী। যা আগে জন্মায়নি। গুজরাটি নামে বেনিয়া, ওরা ব্যবসা ছাড়া কিছু বোঝে না। টাকা ছাড়া কিছু বোঝেনা।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সঙ্গে তৃণমূলের রাজনৈতিক শত্রুতা নিশ্চিত রয়েছে। কিন্তু তাদের সঙ্গে তো ব্যক্তিগত শত্রুতা থাকার কথা নয়। সেক্ষেত্রে একজন রাজনীতিবিদকে আর একজন রাজনীতিবিদ আক্রমণ করবেন, তাতে কিছুটা হলেও শালীনতা থাকা উচিত। কিন্তু তা না করে যেভাবে এদিনের কর্মী সম্মেলন থেকে অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে “শকুন” বলে অভিযোগ করলেন, তা সত্যিই নিন্দনীয় বলে দাবি করছে সকলে।

একাংশের মতে, অমিত শাহ শুধুমাত্র বিজেপি নেতা নন, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তাই একজন জনপ্রতিনিধি তথা মন্ত্রীকে এই ধরনের মন্তব্য করা কোনো তৃণমূল নেতার সাজে না। বিশেষজ্ঞদের বক্তব্য, অনুব্রত মণ্ডল এই প্রথম কোনো বিতর্কিত মন্তব্য করলেন, তা নয়। এর আগেও নানা সময়ে বিরোধী দলকে কটাক্ষ করে নানা হুমকি-ধমকি দেওয়ার পাশাপাশি নানা বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। যার জেরে দলের পক্ষ থেকে সতর্কবার্তাও পেয়েছেন। কিন্তু তারপরেও অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলেই রয়ে গেছেন।

প্রমান করে দিয়েছেন, তিনি তার অবস্থান থেকে নড়বেন না। আর এবার চীনের সঙ্গে ভারতের সংঘর্ষের পর ফের অশালীন মন্তব্য করতে দেখা গেল তাকে। যার ফলে শুধু তিনি পড়লেন না, তার দল তৃণমূল কংগ্রেস অনেকটাই অস্বস্তিতে পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন বিরোধীরা অনুব্রতবাবুর এই বক্তব্যকে ইস্যু করে ময়দানে ঝাঁপিয়ে তৃণমূলের অস্বস্তি কতটা বাড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!