এখন পড়ছেন
হোম > রাজ্য > অনুব্রতর গড়ে বিজেপি পার্টি অফিসের পাশে উদ্ধার বোমা,এলাকায় চাঞ্চল্য

অনুব্রতর গড়ে বিজেপি পার্টি অফিসের পাশে উদ্ধার বোমা,এলাকায় চাঞ্চল্য

অনুব্রতর গড়ে বিজেপির পার্টি অফিসের পাশে উদ্ধার বোমা,এলাকায় চাঞ্চল্য। মনোনয়ন ঘিরে রাজ্যে অশান্তি ছড়াচ্ছে তৃণমূল এমন অভিযোগ অনেক উঠেছে। বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল এদিন জানান যে তারা কোনোরকম অশান্তি করেন নি যা করছে বিজেপি। এদিকে আবার সেই চাপানউতোর শুরু হলো দুই দলে। এদিন বীরভূমের দুবরাজপুরে বিজেপি পার্টি অফিস সংলগ্ন রুজের পুকুর ঘাটে দুটি বোমা উদ্ধার হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পুলিশ বোমা দুটি উদ্ধার করে।আর এই নিয়েই ফের শুরু চাপানউতোর।স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ যে বিজেপিকে বদনাম করতে আর নিজেদের দোষ ঢাকতে তৃণমূল কর্মীরাই ওই এলাকায় বোমা রেখেছে আর এই ব্যাপারে পুলিশ তাদের সাহায্য করছে বলেও অভিযোগ। এই নিয়ে বিজেপি-র জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন মনোনয়ন জমা শুরুর দিন থেকে শাসক দলের দুষ্কৃতীরা পুলিশের সামনেই আমাদের কর্মীদের মারধর করছে। দিন দশেক ধরে দুবরাজপুর শহর ছিল দুষ্কৃতীদের দখলে। এখন বিজেপি-কে ভয় দেখাতে পার্টি অফিসের পিছনে বোমা রেখে গেছে। এরপর কোনও দিন পার্টি অফিসের সামনে বোমা রেখে আমাদের কর্মীদের ফাঁসানোর চেষ্টা করবে। এর সঙ্গে পুলিশের একাংশও জড়িত। অন্যদিকে তৃণমূলের দুবরাজপুর ব্লক সভাপতি ভোলানাথ মিত্র সব অভিযোগ অস্বীকার করে বিজেপিকে দায়ী করেছেন এই সবের জন্য। তিনি বলেন বিজেপি বোমার রাজনীতি করছে। ওদের সঙ্গে মানুষ নেই। আমরা পুলিশকে বলেছি তদন্ত করে ব্যবস্থা নিতে।বোমা উদ্ধার হাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!