এখন পড়ছেন
হোম > রাজ্য > বগটুই-কান্ডে সাহায্য রাজ্যের , বড় প্রশ্ন তুলে দিলেন রাজ্যপাল !

বগটুই-কান্ডে সাহায্য রাজ্যের , বড় প্রশ্ন তুলে দিলেন রাজ্যপাল !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি রামপুরহাটের বগটুইয়ে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। যেখানে নিহত ব্যক্তিদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক সাহায্যও প্রদান করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। তবে এই বিষয়কে হাতিয়ার করেই এবার ভোট পরবর্তী হিংসার যে সমস্ত মানুষ মারা গিয়েছেন, তাদের পরিবারকে কেন কোনো সাহায্য দেওয়া হয়নি, তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার।

সূত্রের খবর, এদিন বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল। আর সেখানেই এই ব্যাপারে প্রশ্ন তুলে দেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “আমার খুব আশ্চর্য লাগে, বগটুই কান্ডে সাহায্য দেওয়া হয়েছে। কিন্তু ভোট-পরবর্তী হিংসায় যে সমস্ত মানুষ মারা গিয়েছে, কেন তাদের ক্ষেত্রে রাজ্যের এই ভূমিকা! কেন এই সমস্ত মানুষকে সহযোগিতা করা হলো না!”

বিশেষজ্ঞরা বলছেন, কার্যত এই কথা বলে রাজ্যকে মাস্টারস্ট্রোক দিলেন রাজ্যপাল। ভোট পরবর্তী হিংসার কথা তুলে ধরে একদিকে যেমন রাজ্যের সন্ত্রাসের কথা তুলে ধরলেন তিনি, ঠিক তেমনই সরকারের দ্বিচারিতা নিয়েও প্রশ্ন তুলে দিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!