এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বামফ্রন্ট-কংগ্রেস জোট আদৌ হবে? বিধানসভার আগে নতুন পদক্ষেপ ঘিরে জল্পনা ক্রমশ তীব্রতর হচ্ছে!

বামফ্রন্ট-কংগ্রেস জোট আদৌ হবে? বিধানসভার আগে নতুন পদক্ষেপ ঘিরে জল্পনা ক্রমশ তীব্রতর হচ্ছে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই ক্রমশ প্রাসঙ্গিকতা হারায় রাজ্যের বাম ও কংগ্রেস শিবির। বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিকতা ফিরে পাওয়ার জন্য কংগ্রেস এবং বাম হাত ধরাধরি করে এরপর পথ চলা শুরু করে। সামনেই আসছে বাংলার মসনদ পরিবর্তনের লড়াই। আর সেই লড়াইয়ে টিকে থাকতে বাম কংগ্রেস শিবির একত্রে নেমেছে লড়াইতে। সেক্ষেত্রে বাম এবং কংগ্রেস জোট ইতিমধ্যেই গ্রিন সিগন্যাল পেয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আসন বন্টন নিয়ে।

বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই যৌথভাবে একটি বৈঠকে বসা হয়েছিল। এখানে মুখ্য প্রসঙ্গ ছিল আসন বন্টন। কিন্তু সেই বৈঠকে বিশেষ কোনো ফল হয়নি। বৈঠকে উপস্থিত হননি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এ প্রসঙ্গে অধীর চৌধুরী জানিয়েছেন, প্রত্যেকটি জেলার কাছ থেকে এখনো পর্যন্ত আসন সংক্রান্ত সম্পূর্ণ রিপোর্ট আসেনি। সেই রিপোর্ট পেলেই আসন বণ্টন বৈঠকে বসা হবে। প্রসঙ্গত বাম এবং কংগ্রেস শিবির একযোগে বেশকিছু যৌথ কর্মসূচি ঠিক করেছে।

আপাতত সেই কর্মসূচীগুলি ফলপ্রসূ হবার দিকে। কিন্তু আসন রফা নিয়ে কিছুই কথা এগোয়নি। বারবার বৈঠক হলেও কংগ্রেস কেন আসন রফা নিয়ে কোন কথা বলছে না, তা নিয়ে ইতিমধ্যেই বাম শিবিরে শুরু হয়েছে গুঞ্জন। বামেদের অন্দরে শোনা যাচ্ছে, আসন বন্টন নিয়ে এখনো কোনো ইতিবাচক পদক্ষেপ না নেওয়ার কারণে নির্বাচনী প্রস্তুতির সময় চলে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান, কোথায় কত আসন প্রয়োজন তা নিয়ে এখনো বেশকিছু জেলার রিপোর্ট এখনো প্রদেশ কংগ্রেসের কাছে আসেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই রিপোর্ট আসার পরেই প্রদেশ কংগ্রেস নিজেদের মধ্যে আলোচনা করে বামেদের সাথে বৈঠকে বসবে। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে বাম কংগ্রেস জোট ফলপ্রসূ হবে কিনা এবারের বিধানসভা নির্বাচনে তা নিয়ে। সেক্ষেত্রে অধীর চৌধুরী জানান বাম কংগ্রেস জোট হচ্ছে সেখানে কোন সমস্যা নেই যৌথ কর্মসূচিও চলছে। রাজ্যের তৃতীয় শক্তি হিসেবে ক্রমশ উঠে দাড়াচ্ছে বাম কংগ্রেস জোট। বিশেষজ্ঞদের মতে, বাম এবং কংগ্রেস জোট তৈরি করলেও লড়াইয়ের ময়দানে কিন্তু তৃণমূল এবং বিজেপির থেকে তাঁরা বেশ কিছুটা ব্যাকফুটে রয়েছে।

এখনো পর্যন্ত কে কটা আসনে লড়বে, তা নিয়ে সঠিক কোন দিশা বেরোয়নি এই জোটে। এদিকে বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এই পরিস্থিতিতে আগামী দিনে বাম কংগ্রেস জোট বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবেন কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রাজনীতির কারবারীরা। প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচন যে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলের কাছে যথেষ্ট চ্যালেঞ্জের, সেকথা একবাক্যে মেনে নিচ্ছে বাংলার রাজনৈতিক মহল। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!