এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় ঠিক কত আসনের লক্ষ্যে ঝাঁপাচ্ছে গেরুয়া শিবির? অমিত শাহের ‘টার্গেট’ নিয়ে বড় তথ্য সামনে

বাংলায় ঠিক কত আসনের লক্ষ্যে ঝাঁপাচ্ছে গেরুয়া শিবির? অমিত শাহের ‘টার্গেট’ নিয়ে বড় তথ্য সামনে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিমধ্যেই কিছুদিন আগে রাজ্যে এসে বাংলায় কত আসন বিজেপিকে পেতে হবে, তার নির্দেশ দিয়ে দিয়েছিলেন দলের সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে দলীয় বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় নেতৃত্বদের জানিয়ে দিয়েছিলেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে 200 আসনে জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।

স্বাভাবিকভাবেই তার এই নির্দেশের পর আরও বেশি করে তৎপর হয়ে উঠেছিল ভারতীয় জনতা পার্টির বাংলার নেতারা। আর এবার অমিত শাহের এই নির্দেশকে কার্যকর করতে আরও বেশি করে মাঠে নেমে পড়ল বিজেপির রাজ্য নেতৃত্ব। যার প্রধান লক্ষ্য হিসেবে ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ায় আরও বেশি করে জোর দেওয়ার পরিকল্পনা গ্রহণ করল তারা।

সূত্রের খবর, এদিন বিজেপির পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ, দলের রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং রাজ্যের দলের সহ পর্যবেক্ষক তথা বিজেপির সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য। মূলত বিজেপির আইটি সেলের সর্বভারতীয় ক্ষেত্রের প্রধান অমিত মালব্য রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে আইটি সেলকে আরও মজবুত করতে এই সহ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে নামেন অমিত মালব্য। যেখানে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ এবং জয়প্রকাশ মজুমদার। আর সেই বিমানবন্দরে নেমেই আগামী দিনে তৃণমূল রাজ্যে থেকে ক্ষমতাচ্যুত হবে বলে দাবি করেন তিনি। অমিত মানব বলেন, “2021 এর ভোট বাংলার গৌরবকে পুনঃস্থাপিত করার ভোট। বাংলার জনতা ঠিক করে নিয়েছে, ঠিক দুশোর বেশি আসনে এখানে বিজেপিকে জেতাবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ আগামীদিনে বাংলার সংগঠনকে আরও বেশি মজবুত করার পাশাপাশি ডিজিটাল মিডিয়াতে যাতে বিজেপির গ্রহণযোগ্যতা আরও বেশি বাড়ানো যায়, তার জন্যই অমিত মালব্যকে দায়িত্ব দেওয়া হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একাংশ বলছেন, বিজেপি 200 আসনে জয়ের লক্ষ্য নিয়ে যেভাবে লড়াই করার কথা বলছে, তাতে তৃণমূলের সঙ্গে এবার তাদের সমানে সমানে টক্কর হতে পারে। যার ফলে জমে উঠতে পারে বাংলার বিধানসভা নির্বাচনের রণাঙ্গন।

বিশ্লেষকদের মতে, গত লোকসভা নির্বাচন থেকেই রাজ্যে বিজেপির প্রভাব ক্রমশ বৃদ্ধি হতে শুরু করেছে। 18 টি লোকসভা আসন দখল করে একাধিক বিধানসভায় এগিয়ে থাকতে দেখা গেছে ভারতীয় জনতা পার্টিকে। আর তারপর থেকেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একাধিক পরিকল্পনা থেকে শুরু করে রণকৌশল স্থাপন করেছে গেরুয়া বাহিনী। বারবার রাজ্যে এসে বিজেপির হয়ে ঝড় তুলেছেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ। আর ডিজিটাল মিডিয়াকেও শক্তিশালী করে সর্বভারতীয় নেতাদের আরও বেশি করে বাংলার জন্য নিয়োগ করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলকে চ্যালেঞ্জ জানাতে চাইছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সত্যিই যদি বাংলা 294 টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি 200 আসনে জয়ের জন্য টার্গেট বেঁধে লড়াই করতে উদ্যত হয়, তাহলে তৃণমূলের অস্বস্তি অনেকটাই বৃদ্ধি পাবে। একাংশ বলছেন, লোকসভার ফলাফলের ভিত্তিতে প্রায় বেশ কিছু আসনে প্রবল হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে গেরুয়া শিবির এবং ঘাসফুল শিবিরের মধ্যে। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!