এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলার বুকেই বাংলা বিপন্ন ‘প্রমান’ করতে গিয়ে এবার বড়সড় বিপাকে পড়তে চলেছে বিজেপির আইটি সেল?

বাংলার বুকেই বাংলা বিপন্ন ‘প্রমান’ করতে গিয়ে এবার বড়সড় বিপাকে পড়তে চলেছে বিজেপির আইটি সেল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সোশ্যাল মিডিয়ায় বিজেপি অত্যন্ত শক্তিশালী বলে মাঝে মধ্যে তৃণমূল নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে উঠে এসেছে। যার ফলে তৃণমূলের সাইবার সেলের সৈনিকদের আরও বেশি করে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে অনেক ক্ষেত্রেই তৃণমূলের পক্ষ থেকে বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের বিরুদ্ধে ভিত্তিহীন খবর রটিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে। আর এবার সোশ্যাল মিডিয়ায় আসানসোল পুরো নিগমের সাইনবোর্ডের ভুয়ো ছবি বিজেপির পক্ষ থেকে প্রচার করায় তাকে পাল্টা কটাক্ষ করতে শুরু করল তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপির পক্ষ থেকে এদিন আসানসোল পুরো নিগমের একটি সাইনবোর্ডের ছবি ভাইরাল করা হয়। যেখানে দেখা যাচ্ছে হিন্দি, ইংরেজি, উর্দু ভাষা লেখা থাকলেও সেখানে বাংলায় কোনো লেখা নেই। আর এই প্রশ্নকে তুলে ধরেই বিজেপির পক্ষ থেকে তা সোশ্যাল সাইটে পোস্ট করা হয়। যার পরেই বিজেপি রাজ্য মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি প্রথমে তার টুইটার এবং তার পরে তা ফেসবুকে পোস্ট করে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে পড়তে শুরু করে।

যার ফলে ব্যাপক চাপে পড়ে আসানসোল পৌরনিগম কর্তৃপক্ষ। তবে বিজেপির পক্ষ থেকে এই পোস্টটিকে ভাইরাল করা হলেও, পৌর কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে, গোটা ঘটনাকে সাজিয়ে তা পোস্ট করা হয়েছে। সুকৌশলে বাংলা হরফে লেখা থেকে বাদ দেওয়া হয়েছে। আর বিজেপির পক্ষ থেকে তাদের পোস্ট নিয়ে এইরূপ বিস্ফোরক অভিযোগ ওঠায় কিছুটা হলেও চাপে পড়েছে ভারতীয় জনতা পার্টি। তাহলে কি সত্যিই এইরুপ ভুয়ো পোস্ট করে তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে গেরুয়া শিবির?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বাংলাপক্ষের জেলা সভাপতি অক্ষয় বন্দ্যোপাধ্যায় বলেন, “শহরে জাতিগত হিংসার পরিবেশ তৈরী করতেই পোস্ট করা হয়েছিল। যেখানে সরাসরি দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্বের মদত রয়েছে। আমরা আসল ছবি পোস্ট করে বিভ্রান্তি দূর করেছি। শহরবাসীকে সতর্ক থাকতে অনুরোধ করেছি।”  তবে এই পোস্টটিকে ভুয়ো বলে মানতে নারাজ আসানসোলের বিজেপি নেতা বাপ্পা চট্টোপাধ্যায়। তবে এই গোটা বিষয়টি নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, “একটা দল যাদের ভিতটাই ফেক প্রচারের উপর দাঁড়িয়ে। এই ঘটনার মধ্যে দিয়ে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছিল। এই ঘটনায় আমরা আইনি ব্যবস্থা নেব।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, কিছুদিন আগেই দুর্গাপুজো নিয়ে একটি ভুয়ো পোস্ট করে অস্বস্তিতে পড়েছিল ভারতীয় জনতা পার্টি। আর এবার আসানসোলের এই রকম পোস্ট এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপির এই পোস্টকে সম্পূর্ণরূপে নাকচ করে দেওয়ার ঘটনায় গেরুয়া শিবির আরও চাপে পড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!