বাঙালিকে বেশি করে ‘সংস্কৃত-মনস্ক’ করতে রাখী থেকে জন্মাষ্টমী পর্যন্ত বিজেপির বিশেষ পরিকল্পনা রাজ্য August 26, 2018 বাঙালির বারো মাসে তেরো পার্বন। আর সেই উৎসবে এবার মাঠে নামছে রাজ্যের গেরুয়া শিবির। রামনবমী থেকে রাখী বন্ধন বাঙালিকে আরও বেশি করে সংস্কৃত মনস্ক করতে এবার রাজ্যে সপ্তাহব্যাপী সংস্কৃত ভাষা শিক্ষা কর্মশালার আয়োজন করেছে রাজ্যের গেরুয়া শিবির। সঙ্ঘ পরিবারের উদ্যোগে হওয়া এই অনুষ্টানের নামকরন করা হয়েছে “সংস্কৃত সম্ভাষন শিবির।” আজ রবিবার রাখী পূর্ণিমার দিন থেকে জন্মাষ্টমী পর্যন্ত এই শিবির চলবে বলে খবর।জানা গেছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘেরই শাখা সংগঠন ‘সংস্কৃত ভারতী’ এই অনুষ্টান পরিচালনার দ্বায়িত্বে রয়েছে। জানা গিয়েছে, একই সময়ে রাজ্যের প্রতিটি জেলাতে কোথাও দু’টি, আবার কোথাও বা পাঁচটি শিবিরের আয়োজন করা হয়েছে। আর এই প্রতিটি শিবিরেই দু বা তিন ঘণ্টা ধরে সংস্কৃত ভাষা শিক্ষার উপর ক্লাস করানো হবে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি হুগলির চুঁচুড়া স্টেশন এবং বালিগঞ্জ স্টেশনে সাধারণ মানুষদের হাতে রাখী পরিয়ে এই বিষয়ে একটি প্রচার চালান সংগঠনের কর্মকর্তারা। ফেসবুকের কিছু টেকনিকাল প্রব্লেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে যেখানে সংস্কৃত ভাষা শিক্ষার উপর একটি বইও বিলি করা হয়। তবে শুধু এই রাখী বন্ধন কর্মসূচীতেই নয়, রাজ্যের যেসব কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এই সংস্কৃত ভাষার উপর ক্লাস হয়, সেখানকার অধ্যাপক বা উঁচু বর্ষের ছাত্রছাত্রীদের এই কর্মশালায় নিয়ে আসা যায় কি না, সেই ব্যাপারেও চিন্তাভাবনা করছে সঙ্ঘ কতৃপক্ষ। এদিন এই প্রসঙ্গে সংস্কৃত ভারতীর দক্ষিনবঙ্গ সম্পাদক সংগঠন প্রনব নন্দা বলেন, “বিগত বেশ কবছর ধরেই এই শিবিরের আয়োজন করা হচ্ছে। আমরা চাই দেশের মানুষ সংস্কৃত ভাষার সাথে পরিচিত হোক। রাজনৈতিক মহলের মতে, সামনেই লোকসভা ভোট। আর তাই সেই লোকসভা নির্বাচনের আগে জনসংযোগে অত্যধিক জোর দিতে রাখী বন্ধন উৎসবে বিশেষ নজর দিচ্ছে বিজেপি তথা সঙ্ঘ পরিবার। যা রাজ্যের শাসকদল তৃনমূলকে চাপে ফেলারই কৌশল বলে মত ওয়াকিবহাল মহলের। আপনার মতামত জানান -