এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলের পাল্টা চালে কুপোকাৎ কংগ্রেস এই রাজ্যে, জেনে নিন

বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলের পাল্টা চালে কুপোকাৎ কংগ্রেস এই রাজ্যে, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল সর্বভারতীয় স্তরে নিজেদের আধিপত্য বিস্তারের দিকে নজর দিয়েছে। ত্রিপুরার পাশাপাশি গোয়ার মানচিত্রেও তৃণমূল নিজেদের স্বাক্ষর রাখতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার গোয়ার মাটিতে প্রচার চালাচ্ছেন। গোয়াতে ইতিমধ্যে একাধিক নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। তবে আরো একবার কংগ্রেসের ঘরে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক অ্যালেইক্সো রেজিনাল্ডো লরেঙ্কো।

শুরু থেকে বিজেপিকে সরাতে তৃণমূল কংগ্রেসের হাত ধরার কথা বললেও সময় যত যাচ্ছে ততই কিন্তু তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে একটা দূরত্ব দেখা যাচ্ছে। গোয়ায়য় কংগ্রেস বিধায়কের তৃণমূলে যোগ দেওয়া কিন্তু কংগ্রেসের কাছে বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সোমবার সকালে বিধায়ক অ্যালেইক্সো সেখানকার বিধানসভার অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর তিনি কলকাতায় এসে তৃণমূলে যোগদান করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। প্রসঙ্গত, গোয়ার কংগ্রেস বিধায়ক অ্যালেইক্সো রেজিনাল্ডো লরেঙ্কো পদত্যাগ করায় কংগ্রেস শিবিরে বড়সড় ধাক্কা। তার কারণ আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের তরফ থেকে যে প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে তালিকায় প্রথমেই নাম রয়েছে এই বিধায়কের। কিন্তু অ্যালেইক্সোর পদত্যাগের পর গোয়া বিধানসভায় কংগ্রেসের মাত্র দু’জন বিধায়ক রইলেন।

বিশেষজ্ঞদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে ধীরে ধীরে কিন্তু নিজের বিশ্বাসযোগ্যতা বাড়াচ্ছেন। তারই ফলস্বরূপ বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানের মাত্রা বাড়ছে। তবে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং তৃণমূল একসাথে বিজেপির বিরুদ্ধে লড়বেন কিনা তা কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। সেক্ষেত্রে কিন্তু বিজেপিরই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!