এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > দলের লোকেদের চাকরি! লক্ষ লক্ষের আর্থিক প্রতারণার অভিযোগ প্রভাবশালী বিজেপি নেতাদের বিরুদ্ধে

দলের লোকেদের চাকরি! লক্ষ লক্ষের আর্থিক প্রতারণার অভিযোগ প্রভাবশালী বিজেপি নেতাদের বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন তৃণমূলের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ করতে দেখা যেত ভারতীয় জনতা পার্টিকে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করা থেকে শুরু করে চাকরি দেওয়ার নাম করে অর্থনৈতিক তছরুপ, কোনো অভিযোগ কানে আসলেই মাঠে ময়দানে নেমে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিত পদ্ম শিবির।

কিন্তু এবার দুই বিজেপি নেতার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। যে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ এলাকায়। জানা গেছে, বিজেপিরই এক কর্মী দলের দুই নেতার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দুর্নীতির অভিযোগ করেছে। যার ফলে আরও চাপে পড়েছে গেরুয়া শিবির।

প্রসঙ্গত উল্লেখ্য, হেমন্ত রুইদাস নামে বিজেপির এক কর্মী অভিযোগ জানিয়েছেন, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে খণ্ডঘোষের দুই বিজেপি নেতা মহাদেব তা এবং পিন্টু সাম 2 লক্ষ টাকা হাতিয়ে তাকে খুনের হুমকি দিয়েছেন। ইতিমধ্যেই সেই দুই বিজেপি নেতার বিরুদ্ধে স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করেছেন বিজেপি কর্মী হেমন্ত রুইদাস।

তার অভিযোগ, এই দুই বিজেপি নেতা তার স্ত্রী এবং তাকে চাকরি দেওয়ার নাম করে 4 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু পরবর্তীকালে তারা তাদের কথা রাখতে পারেনি। আর এরপর যখন তাদের কাছে টাকা চাওয়া হয়েছে, তখন তারা খুনের হুমকি দিয়েছেন। স্বাভাবিকভাবে যখন বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে, ঠিক তখনই বিজেপির এক কর্মী দলের দুই নেতার বিরুদ্ধে যেভাবে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, তাতে যে ব্যাপক চাপে করল ভারতীয় জনতা পার্টি, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এতদিন বিজেপি তৃণমূলের দুর্নীতির জন্য চেপে ধরলছে, এবার তৃণমূল যে সুযোগ পেয়েছে, তা যে তারা ছেড়ে দেবে না, তা পরিষ্কার সকলের কাছে। ইতিমধ্যেই গোটা ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে খণ্ডঘোষ ব্লক তৃনমূলের সভাপতি অপার্থিব ইসলাম বলেন, “ওপর থেকে নিচুতলা পর্যন্ত সব বিজেপি নেতারা দুর্নীতিগ্রস্ত। সারা দেশজুড়ে বিজেপি লুট চালাচ্ছে। নিজের দলের সাধারণ কর্মীদের কাছ থেকেও টাকা নিচ্ছে। এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে!”

যদিও বা এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন খণ্ডঘোষের বিজেপি পর্যবেক্ষক বিজন মন্ডল। তিনি বলেন, “সমস্ত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। বিজেপি নেতাকে ফাসাতেই তৃণমূল চক্রান্ত করে এসব মিথ্যা মামলা রুজু করেছে। রাজনৈতিকভাবেই এই সমস্ত চক্রান্তের মোকাবিলা করবে বিজেপি।”

এদিকে যে দুজন বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি। তবে গোটা ঘটনায় এবার বিজেপি যে চরম অস্বস্তিতে পড়েছে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!