এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশে সংখ্যালঘুরা কেমন আছেন স্পষ্ট করে দিলেন বিজেপির হেভিওয়েট সংখ্যালঘু মন্ত্রী

দেশে সংখ্যালঘুরা কেমন আছেন স্পষ্ট করে দিলেন বিজেপির হেভিওয়েট সংখ্যালঘু মন্ত্রী


গোয়ায় বিজেপি দলের সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে ‘ট্রান্সফর্মিং ইন্ডিয়া’ ক্যাম্পেন। সেখানে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নাকভি দেশের সংখ্যা লঘু মানুষদের নানা অভিযোগ সহ সংখ্যালঘু বিষয়কে কেন্দ্র করে হওয়া রাজনীতির তীব্র বিরোধীতা করে বললেন, ” অন্য যে কোনও গণতান্ত্রিক দেশের তুলনায় ভারতে সংখ্যালঘুরা অনেক বেশি নিরাপদ।” এছাড়াও এই অনুষ্ঠানে তথ্য পেশ করে তিনি জানান এনডিএ জমানায় কোনও বড় সাম্প্রদায়িক দাঙ্গা বাধেনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সংখ্যালঘুদের নিজস্ব সামাজিক ও অর্থনৈতিক পরিসর রয়েছে। শিক্ষা ও ধর্ম সংক্রান্ত অধিকারেও কেউ হস্তক্ষেপ করে না। ফলে অন্য যে কোনও গণতান্ত্রিক দেশের তুলনায় সংখ্যালঘুরা এই দেশে অনেক বেশি সুরক্ষিত এবং নিরাপদ , এদিন তা জানালেন তিনি। তাঁর মতে এসবের পরেও কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে। কোনও কোনও রাজনৈতিক দল সংখ্যালঘুদের অবস্থান নিয়ে নানা বিরূপ প্রচার করে থাকে। এতে করে এমন একটা ভয়ের পরিবেশ তৈরী হয় যাতে শান্তি ও উন্নয়ন বিঘ্নিত হয়। তাঁর বক্তব্য অনুসারে যে কোনও অপরাধমূল ঘটনাকে অপরাধ হিসেবেই দেখা উচিত। তার যথাযথ শাস্তিও হয়। কিন্তু সেটাকেই দেশের সামগ্রিক চেহারা হিসেবে তুলে ধরা উচিত নয়। এরপরে তিন তালাক ইস্যুতে কংগ্রেসকে তোপ দেগে তিনি বললেন, ” তিন তালাক একটি জঘন্য প্রথা। এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। এই ইস্যুতে কংগ্রেস এবং তার সহযোগীদের সংসদ অচল করাকে দুর্ভাগ্যজনক ।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!