এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বিজেপি যে জায়গায় জিতেছে, সেখানে অত্যাচার করা হচ্ছে” মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই বিস্ফোরক মমতা!

“বিজেপি যে জায়গায় জিতেছে, সেখানে অত্যাচার করা হচ্ছে” মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই বিস্ফোরক মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃতীয়বার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতায় বসেছে তৃণমূল কংগ্রেস। বুধবার রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই যেভাবে রাজ্যের হিংসা ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে পুলিশমন্ত্রী হিসেবে সেই হিংসা আটকানো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান দায়িত্বের মধ্যে পড়ে।

ইতিমধ্যেই বিরোধী দল থেকে শুরু করে রাজ্যপালের পক্ষ থেকে এই ব্যাপারে সরকারকে অবহিত করা হয়েছে। পাল্টা যাতে শান্তি বজায় থাকে, তার জন্য সকলের কাছে আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর নবান্নে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আর সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি যে সমস্ত জায়গায় জিতেছে, সেই জায়গাগুলোতে অত্যাচার করা হচ্ছে বলে বিস্ফোরক মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই রাজ্যের বিরোধী দল বিজেপির সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

সূত্রের খবর, এদিন নবান্নে বৈঠকের পর একটি সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “প্রত্যেক এসপি এবং জেলাশাসককে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, কোনোরকম অশান্তির ঘটনা মেনে নেওয়া হবে না। যে জায়গাগুলোতে বিজেপি জিতেছে, সেখানে অত্যাচার করা হচ্ছে। গত তিন মাস ধরে এই ধরনের ঘটনা ঘটে এসেছিল। আর এতদিনে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

এই সময়ে সমস্ত কিছু নির্বাচন কমিশনের হাতে ছিল। তবে কিছু কিছু মিথ্যা খবর বিজেপির পক্ষ থেকে ছড়ানো হয়েছে। আগের ঘটনা এখনকার বলে চালিয়ে হিংসা ছড়ানো হচ্ছে। এগুলোতে একদম বিশ্বাস করবেন না। প্রত্যেকটি দলের কাছে আবেদন, এবারে এগুলো বন্ধ করুন। নির্বাচনে অনেক অত্যাচার করেছেন আপনারা। এবার এই অত্যাচার করা বন্ধ করুন। আইন কিন্তু আইনের পথে চলবে। বাংলায় হিংসার কোনো জায়গা নেই।  বাংলা সংহতি, সম্প্রীতি এবং সংস্কৃতির জায়গা।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে যে কিছুটা হলেও উদ্বিগ্ন, তা তার মন্তব্য থেকেই পরিষ্কার। পাশাপাশি এতদিন নির্বাচন কমিশনের দখলে সমস্ত কিছু থাকার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে মন্তব্য করতে দেখা গেল তাকে। তবে যেভাবে বিজেপি যে সমস্ত জায়গায় জিতেছে, সেখানে অশান্তি হচ্ছে বলে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে গেরুয়া শিবির যে আরও ব্যাকফুটে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

পর্যবেক্ষকদের মতে, এবার 200 আসন দখলের টার্গেট নিয়ে ময়দানে নেমেছিল ভারতীয় জনতা পার্টি। তবে 77 টির বেশি আসন দখল করতে পারেনি তারা। অন্যদিকে দু’শোর বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। তবে ফলাফল বেরোনোর পর থেকেই তাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টি।

ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার দিন ধর্না কর্মসূচিতে অংশ নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে রাজ্যস্তরের নেতাকর্মীরা। আর এই পরিস্থিতিতে হিংসা বন্ধ করতে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!