এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি নেতাদের আবেদন খারিজ করলেন বিধানসভার স্পীকার, কি ছিল সেই আবেদন?

বিজেপি নেতাদের আবেদন খারিজ করলেন বিধানসভার স্পীকার, কি ছিল সেই আবেদন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিধানসভার নির্বাচনকালে রাজ্যের বিজেপি নেতাদের মধ্যে অনেকেই কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছিলেন। নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের হাতে। কিন্তু এই কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিধানসভা চত্বরে সাংবাদিকদের সঙ্গে গন্ডগোলের কারণে বিধানসভার স্পিকার তারপর থেকে নিষেধাজ্ঞা জারি করেন বিধানসভায় কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের প্রবেশের ওপর। প্রসঙ্গত জানা যায়, যখন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বিধ্যাক পদে শপথ গ্রহণ করতে এসেছিলেন, সে সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে ব্যাপক ঝামেলা হয়।

তখন থেকেই নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু সম্প্রতি বিজেপির পক্ষ থেকে বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের নিয়ে প্রবেশ করার অনুমতি চায় বিজেপি পারিষদীয় দলের নেতারা কিন্তু পত্রপাঠ সেই আবেদন নাকচ করে দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি প্রথমে সর্বদলীয় বৈঠক করেন যাতে বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার জন্য। তারপর বি.এ কমিটির বৈঠক শুরু হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেখানেই বিজেপি বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রবেশের অনুমতি চাওয়া হয়। কিন্তু স্পষ্ট ভাষায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, করোনা পরিস্থিতিতে অতিরিক্ত কাউকে বিধানসভায় প্রবেশ করতে দেওয়া হবেনা। তিনি জানান, অধিবেশনের সময়েও অতিথিদের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের পারিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিজেপির পারিষদীয় দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের প্রবেশাধিকার চাওয়া হয়েছিল।

কিন্তু বিধানসভায় আপাতত কাউকে ঢুকতে দেওয়া হবেনা। এমনকি ভিজিটরস কাউকেও ঢুকতে দেওয়ার ব্যাপারে কড়াকড়ি জারি করা হয়েছে। এ প্রসঙ্গেই পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্ন তোলেন, লোকসভাতেও কি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রবেশাধিকার পান? সব মিলিয়ে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রবেশাধিকার না দেওয়ায় একটি বিতর্কের সৃষ্টি করতে পারে গেরুয়া শিবির। তবে বিধানসভায় প্রবেশাধিকার নিয়ে স্পিকারের সিদ্ধান্তই সর্বোচ্চ বলে জানা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!