এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি সবকা বিকাশ বলে বিনাশ করছে! অভিযোগে বিভিন্ন প্রান্তে পথে নামলেন তৃণমূলের হেভিওয়েটরা!

বিজেপি সবকা বিকাশ বলে বিনাশ করছে! অভিযোগে বিভিন্ন প্রান্তে পথে নামলেন তৃণমূলের হেভিওয়েটরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে 18 টি আসন পেয়ে বিজেপি বাংলা দখলকে টার্গেট করেছে। সামনে 2021 এর বিধানসভা নির্বাচন। বিজেপি যখন নিজেদের মত করে তৃণমূলের অস্বস্তি বাড়াতে শুরু করেছে, ঠিক তখনই বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে পথে নামতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।বস্তুত, রবিবার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণ করে দেওয়ার বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে গোটা রাজ্যে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

সেই মত তৃণমূলের হেভিওয়েট নেতা, মন্ত্রী প্রায় সকলেই ময়দানে নেমে বিজেপির বিরুদ্ধে সরব হতে শুরু করেন। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুজিত বসু, তৃণমূলের ছোট-বড় সমস্ত স্তরের নেতারাই এদিন ময়দানে নেমে গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে দেন। অর্থাৎ 2021 এর বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগের মধ্যে দিয়ে বাংলায় আরও একবার ক্ষমতায় আসার পথ এখন থেকেই প্রশস্ত করতে এই রাজনৈতিক কর্মসূচি নিতে শুরু করল তৃণমূল কংগ্রেস বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন বেহালায় দলীয় কর্মসূচিতে যোগ দেন তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যেখানে বিজেপির সবকা সাথ, সবকা বিকাশ নীতির প্রবল বিরোধিতা করেন তিনি। এদিন তিনি বলেন, “বিজেপি সরকার সবকা বিকাশের কথা বলে দেশজুড়ে বিনাশ করছে। জাতীয় সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। বিলগ্নীকরণ করা হচ্ছে। লাভজনক সংস্থার কর্মসংস্থানের বদলে কর্মচ্যুতি ঘটছে। তার বিরুদ্ধে তৃণমূলের এই প্রতিবাদ।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইভাবে দমদম পার্কে একটি বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারকে বারবার বলা সত্ত্বেও তারা টাকা দেয়নি। রেল, বিএসএনএলের মত সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারিকরনের চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের নির্দ্বিধায় ছাঁটাই করা হচ্ছে। এসব আমরা মানব না। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার সরব থাকছে, থাকবে।”

বিশেষজ্ঞরা বলছেন, বিজেপি বাংলাকে সাহায্য করছে না, এই অভিযোগ তৃণমূলের দীর্ঘদিনের। সামনে বিধানসভা নির্বাচনের আগে সেই অভিযোগ আরও বেশি মাত্রায় তুলে ধরে দেশীয় সম্পত্তিকে ধ্বংস করা হচ্ছে, এই অভিযোগ তুলে গেরুয়া শিবির কোণঠাসা করার চেষ্টা শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।

আর তাই দলের কর্মসূচিতে সেই একই কথা তুলে ধরে ভারতীয় জনতা পার্টিকে কুপোকাত করার চেষ্টা করলেন তৃণমূলের হেভিওয়েট নেতা, মন্ত্রীরা। আর এই সমস্ত কিছু আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের জন্যই বলে দাবি বিশেষজ্ঞদের। তবে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের এই রাজনৈতিক প্রতিবাদ ভোটবাক্সে তৃণমূলকে কতটা সুবিধা পাইয়ে দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!