এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বছরভর মানুষের খেয়াল রাখতে স্বাস্থ্যটিম বিজেপির, জোর ধাক্কা তৃণমূলের!

বছরভর মানুষের খেয়াল রাখতে স্বাস্থ্যটিম বিজেপির, জোর ধাক্কা তৃণমূলের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  বিরোধী দল হলেও এবার করোনা পরিস্থিতি এবং তার পরবর্তী সময়কালে মানুষের পাশে থাকতে অভিনব পরিকল্পনা গ্রহণ করল ভারতীয় জনতা পার্টি। বলা বাহুল্য, বাংলায় সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে সিপিএম শূন্য হয়ে গেলেও তারা রেড ভলেন্টিয়ারের মাধ্যমে করোনা পরিস্থিতিতে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। আর তাদের পথে হেঁটেই বিজেপির পক্ষ থেকে গঠন করা হয়েছিল গেরুয়া ভলেন্টিয়ার্স। যেখানে বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মানুষের পাশে থাকার উদ্যোগ গ্রহণ করেছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু এবার মানুষের স্বাস্থ্যের দিকে নজর দিয়ে রাজ্যের শাসক দলকে জোর ধাক্কা দিয়ে নিজেদের দিকে সাধারণ মানুষের সমর্থন আনার চেষ্টা করতে তৎপর গ্রহণ করল গেরুয়া শিবির। যাকে কেন্দ্র করে নানা মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে “হেলথ ভলান্টিয়ার” নামে একটি প্রশিক্ষণ শিবিরে সূচনা করা হয়। যেখানে গেরুয়া শিবির প্রায় 4 লক্ষ দলীয় কর্মীকে এই ব্যাপারে প্রশিক্ষণ দেবে বলে খবর। মূলত, আগামী দিনে মানুষের স্বাস্থ্য পরিষেবার দিকে দেখভাল রাখতে বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে এই কর্মসূচির দায়িত্বে থাকা বিজেপি নেতা ইন্দ্রনীল খান বলেন, “শুধু করোনার সময় নয়। পরেও এই বাহিনী কাজ করবে। আমাদের লক্ষ্য, রাজ্যের প্রতিটি বুথ এলাকায় দুজন করে দলের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক থাকবেন। সাধারন মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করার কাজ করবে এই বাহিনী।” ইতিমধ্যেই এই বাহিনী গঠনের জন্য বিজেপির পক্ষ থেকে উদ্যোগ নেওয়ায় রীতিমতো খুশি দলের নেতা কর্মীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, এই রকম উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে বিজেপি তৃণমূলকে যথেষ্ট গোল দিতে সক্ষম হবে। এমনিতেই গোটা রাজ্যজুড়ে স্বাস্থ্য পরিসেবা ভেঙে পড়েছে বলে অভিযোগ করতে দেখা যায় বিরোধী রাজনৈতিক দলগুলোকে। আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিরোধী দলের পক্ষ থেকে উদ্যোগ কার্যত বেনজির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সিপিএমের পক্ষ থেকে রেড ভলেন্টিয়ারের মধ্যে দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা হলেও, সিপিএম বর্তমানে রাজনীতিতে সেভাবে প্রভাব ফেলতে পারছে না।

কিন্তু বিজেপি যখন ক্রমাগত তৃণমূলের ওপর বিরোধী শক্তি হিসেবে নিঃশ্বাস ফেলছে, তখন তাদের এই স্বাস্থ্যজনিত প্রশিক্ষণ শিবির যেমন সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, ঠিক তেমনই তৃণমূল দল এবং প্রশাসনকে যথেষ্ট চাপের মুখে ফেলে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!