এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বছরের প্রথম দিনেই দলকে হুঁশিয়ারি দিলেন সিঙ্গুরের মাষ্টারমশাই,গোষ্ঠীদ্বন্দের আগুন গনগনে

বছরের প্রথম দিনেই দলকে হুঁশিয়ারি দিলেন সিঙ্গুরের মাষ্টারমশাই,গোষ্ঠীদ্বন্দের আগুন গনগনে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর প্রথম দিনও বাদ গেলোনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের হাত থেকে। সিঙ্গুরের 2 বিধায়ক এর লড়াই সর্বজনবিদিত। পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস হিসেবে পরিচিত। আর সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন সিঙ্গুরে দেখা গেল দুই বিধায়কের  আলাদা তোড়জোড় প্রতিষ্ঠা দিবস পালন করার। সিঙ্গুরের এক বিধায়ক বেচারাম মান্না যেমন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছেন কিন্তু সেখানে দেখা যায়নি সিঙ্গুরের মাস্টারমশাই তথা বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষকে। অন্যদিকে তেমনই রবীন্দ্রনাথ ঘোষও বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রচার করেন। সেখানেও অবশ্য পাওয়া যায়নি বেচারাম মান্নাকে।

তবে এদিন প্রচার পর্বে বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সিঙ্গুরে যদি কোন তোলাবাজ বা দুর্নীতিগ্রস্ত নেতাকে প্রার্থী করা হয় তাহলে তিনি তাঁকে সমর্থন করবেন না। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রার্থী নিয়ে কথা বলে পরোক্ষে তৃণমূল নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করে রাখলেন। বেচারাম মান্না এবং রবীন্দ্রনাথ ঘোষের এই লড়াই মেটানোর চেষ্টা করেছেন ইতিমধ্যেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব কিন্তু তাতেও যে কোন বিশেষ ফল হয়নি তা স্পষ্ট হয়ে গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিন আগে বেচারাম মান্নার বিরুদ্ধে সরব হয়েছিলেন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর অভিযোগ ছিল বেচারাম মান্নার ঘনিষ্ঠকে ব্লক সভাপতি করা হয়েছে এবং তা তিনি কোনোভাবেই মেনে নেবেন না। এই নিয়েই রাজনৈতিক কোন্দল ক্রমশ বাড়তে থাকে। অন্যদিকে সিঙ্গুর থেকেই তৃনমূল কংগ্রেস একসময় রাজ্য রাজনীতিতে বিশেষ জায়গা করে নেয়। সিঙ্গুরের জমি আন্দোলন থেকেই বাম জমানার যেমন পতন শুরু হয়েছিল ঠিক সেভাবেই উত্থান হয়েছিল তৃণমূল কংগ্রেসের। তবে বর্তমানে সিঙ্গুরের তৃণমূল সংগঠনের দেওয়ালে দেখা গিয়েছে বিশাল বড় ফাটল। 2 বিধায়ক এর বিভিন্ন সময় প্রকাশ্য দ্বন্দ্ব তৃণমূল শিবিরকে প্রবল অস্বস্তিতে ফেলেছে বলে মন করছেন রাজনৈতিক মহলের অনেকেই।

আর এদিন রবীন্দ্রনাথ ঘোষ যেভাবে প্রার্থী প্রসঙ্গে কথা তুললেন, তা থেকে স্পষ্ট হয়ে উঠেছে তিনি পরোক্ষে বেচারাম মান্নার দিকেই ইঙ্গিত করলেন। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনে আসতে আর দেরি নেই। এই প্রান্তিক সময়ে দাঁড়িয়ে যেভাবে সিঙ্গুর এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ গনগনে হয়ে উঠছে তা সামলাতে না পারলে কিন্তু বড় বিপদ অপেক্ষা করে আছে তৃণমূলের জন্য। এমনিতেই তৃণমূলের অন্দরে বর্তমান গোষ্ঠীদ্বন্দ্ব, দলবদলের ধাক্কায় কিছুটা বেসামাল হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। তার ওপরে প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব যে বিশাল বড় ফাটল তৈরি করেছে তা কিন্তু এক প্রকার বিরোধীদের সুযোগ করে দেওয়া হচ্ছে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!