এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ? পূজোর বাংলা কি ভাসবে প্রবল বর্ষণে? কি বলছে আবহাওয়াবিদরা?

বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ? পূজোর বাংলা কি ভাসবে প্রবল বর্ষণে? কি বলছে আবহাওয়াবিদরা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সেপ্টেম্বরের শুরুতে যেভাবে বর্ষা নেমেছিল, অক্টোবরের শুরুতে কিন্তু বিপরীত চিত্র রাজ্যে চোখে পড়ছে। সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে ঠাটা পড়া রোদ, তার সঙ্গে ভ্যাপসা গরম। গরমের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাজ্যবাসীর চোখ এখন আকাশের দিকে। তারই মধ্যে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে জানা গিয়েছে। আর তাই গরমের হাত থেকে মুক্তি পেতে আকাশের কোন কোণে কালো মেঘ দেখলেই মনে জাগছে বৃষ্টির আশা।

কিন্তু সমস্ত আশাকে আপাতত নিরাশার রাস্তা দেখালেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে, তা আপাতত অন্ধপ্রদেশের স্থলভাগে ঢুকছে। দক্ষিণের রাজ্যগুলিতে এর ফলে প্রবল বৃষ্টিপাত হলেও, পশ্চিমবঙ্গে এর কোনো প্রভাব পড়বে না বলে জানা গেছে। প্রসঙ্গত, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিক বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তিতে ভুগছে সাধারণ মানুষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই অবস্থায় আবহাওয়াবিদদের কথা স্বাভাবিকভাবেই হতাশা জাগিয়েছে রাজ্যবাসীর মনে। অন্যদিকে জানা গেছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি অন্ধপ্রদেশে ঢোকার সাথে সাথেই শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। সেখানে ঝড়ের গতি ঘন্টায় 75 থেকে 80 কিলোমিটার থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর এর পক্ষ থেকে। দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 72 ঘণ্টায় সেখানে ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই।

তবে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। কিন্তু তা থেকে স্বস্তি মিলবে না বলেই মনে করা হচ্ছে। কিন্তু রাজ্যে এই মুহূর্তে প্রয়োজন ভারী বৃষ্টি, যার আপাতত কোনো আশা নেই বলেই মনে হচ্ছে। কবে মিলবে ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি, তা নিয়েও আবহাওয়া দপ্তর থেকে কোন নির্দিষ্ট ঘোষণা করা হয়নি এখনো পর্যন্ত। আপাতত চড়া রোদ আর ভ্যাপসা গরম এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে নাজেহাল রাজ্যবাসী।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!