এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Breaking News, গণমাধ্যমে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা ও বিজেপিকে একহাত শিক্ষামন্ত্রীর

Breaking News, গণমাধ্যমে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা ও বিজেপিকে একহাত শিক্ষামন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আজ সাংবাদিক বৈঠকে রাজ্যের শাসক দল তৃণমূলের মহাসচিব ও সেইসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্য সরকারের ব্যাপক প্রশংসা করলেন ও সেই সঙ্গে বিজেপি সহ বিরোধী শিবিরকে একহাত নিলেন। রাজ্য সরকারের প্রশংসা করে তিনি জানালেন যে, পশ্চিমবঙ্গে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। দেশের নিরিখে পশ্চিমবঙ্গে কমেছে বেকারত্বের সংখ্যা। এরপর বিজেপির বিরুদ্ধে সংবিধান ভঙ্গের অভিযোগ করলেন তিনি।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন যে, গণতন্ত্রের পরিবর্তে রাজ্যে বাহুবলে বিশ্বাসের রাজনীতি শুরু হয়েছে। বিজেপির প্রতি প্রবল কটাক্ষ করে তিনি জানালেন যে, বিজেপি নিজের প্রতিষ্ঠার জন্য আঘাত করছে সংবিধানকে। বাইরে থেকে লোকজনকে এনে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে বাংলার মানুষকে। তিনি জানালেন গণতন্ত্রের পরিবর্তে বাহুবলের রাজনীতি শুরু হয়েছে এ রাজ্যে। শিক্ষামন্ত্রী জানান, কেউ যদি চলে যান, তবে, ইতিহাসকে সঙ্গে নিয়ে যেতে পারেন না। ইতিহাসের অংশীদারিত্বর দাবি করা অজ্ঞতার পরিচয় বলে জানালেন তিনি।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন যে, পশ্চিমবঙ্গে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। দেশে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পেলেও, পশ্চিমবঙ্গে কমেছে বেকারত্বের সংখ্যা। তিনি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে পশ্চিমবঙ্গে। বিরোধীদের প্রতি কটাক্ষ করে জানালেন যে, খবরে ভেসে থাকার চক্রান্ত করছে বিরোধীরা। বিরোধী শিবিরের প্রতি তিনি অভিযোগ করেছেন যে, কেউ এসে রাজ্যের উন্নয়নের কথা কখনোই জানাচ্ছেন না। তিনি দাবি করেছেন যে, স্বাস্থ্য সাথী প্রকল্পে ঐতিহাসিক সাফল্য আনতে পেরেছে পশ্চিমবঙ্গ সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপিসহ বিরোধীদের প্রতি তীব্র অভিযোগ করে তিনি জানালেন যে, পশ্চিমবঙ্গে ধ্বংসের রাজনীতি শুরু হয়েছে। রাজ্যকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি জানালেন যে, যারা দলবদল করছেন, তাঁদের মধ্যে কোনো অ্যাজেন্ডাই নেই।

অন্যদিকে আজ নন্দীগ্রামে যৌথ জনসভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নন্দীগ্রামে তাঁদের সভার আগেই বিজেপি তৃণমূলের পতাকা পতাকা ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ জানিয়ে নন্দীগ্রামে প্রতিবাদ মিছিল করল তৃণমূল। আজ নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের দিকে তৃণমূলের প্রতিবাদ মিছিল এগিয়ে গেলে পুলিশ সেই মিছিলে বাধা দেয়। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর নন্দীগ্রামের একাধিক স্থানে মিছিল বের করে তৃণমূল। তবে, তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!