এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আসন্ন ৩ আসনের উপনির্বাচনের ফল নিয়ে গেরুয়া শিবিরের অন্তর্বর্তী সমীক্ষা সামনে এল

আসন্ন ৩ আসনের উপনির্বাচনের ফল নিয়ে গেরুয়া শিবিরের অন্তর্বর্তী সমীক্ষা সামনে এল

 

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি সারা বাংলা জুড়ে গেরুয়া ঝড় তুলে আঠারোটা আসন নিজেদের দখলে রেখেছে। তবে লোকসভায় ভালো ফলাফল করার পর আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যের ক্ষমতা দখল করবে বলে মনস্থির করেছিল। কিন্তু সেই ক্ষমতা দখলের নির্বাচনের আগে যে নিজেদের শক্তিপরীক্ষা আরও একবার করে নিতে হবে, তাও উপলব্ধি করেছিল গেরুয়া শিবির। আর শিবিরের কল্পনা অনুযায়ী বাস্তবে তাদের ইচ্ছাও কিছুটা ফলে যায়।

রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্র কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়্গপুরের উপনির্বাচন চলে আসে সকল রাজনৈতিক দলের সামনে। আর এই তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ক্ষমতা দখল করতে আত্মপ্রত্যয়ী গেরুয়া শিবির। জানা গেছে, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই ইতিমধ্যেই এই তিন কেন্দ্রের ফল নিয়ে বিজেপি তাদের চুলচেরা বিশ্লেষণ করতে শুরু করে দিয়েছে। গেরুয়া শিবিরের দাবি, এই তিন কেন্দ্রে বিজেপি জয়লাভ করবে। তবে খড়গপুর এবং কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপির দুই প্রার্থী জিতবে বলে সবুজ সঙ্কেত দিয়েছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব।

 

কিন্তু নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্র নিয়ে কিছুটা হলেও চাপে রয়েছেন তারা। অনেকে বলছেন, বিগত লোকসভা নির্বাচনে করিমপুর বিধানসভার একাংশ মুর্শিদাবাদের দিকে থাকায় সেখানে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী আবু তাহের। ফলে এই কেন্দ্রে সংখ্যালঘু ভোট বিজেপির ক্ষেত্রে বড়সড় ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন একাংশ। তবে করিমপুর বিধানসভা নিয়ে বিজেপি তাদের সংশয় প্রকাশ করলেও এতদিন দিলীপ ঘোষের কেন্দ্র বলে পরিচিত খড়গপুর দখল করতে আত্মবিশ্বাসী তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

বস্তুত, গত 2016 সালে প্রথমবার দিলীপ ঘোষকে প্রার্থী করে এই কেন্দ্র দখল করে বিজেপি। তারপর বিজেপিকে আর খড়গপুর বিধানসভায় ফিরে তাকাতে হয়নি। পরবর্তীতে 2019 সালের লোকসভা নির্বাচনেও এই খড়্গপুরের বিধায়ক দিলীপ ঘোষ মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। তাই খড়গপুর কেন্দ্র দখলে চাপ নিচ্ছে না বিজেপি বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

অন্যদিকে দক্ষিণপন্থীদের ঘাঁটি বলে পরিচিত কালিয়াগঞ্জে বিগত লোকসভা নির্বাচনে বিজেপির ভালো ভোট বৃদ্ধি পেয়েছে। এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে নিপাট ভদ্রলোক কমল সরকারকে। জানা গেছে, এই প্রার্থী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যও বটে। তাই সেদিক থেকে এই কেন্দ্র দখলে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। শুধু তাই নয়, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী জয়যুক্ত হওয়ার কারণে বিজেপি এখানে অনেকটাই অ্যাডভান্টেজ পাবে বলে দাবি বিশেষজ্ঞদের।

কিন্তু বিজেপি এই দুই কেন্দ্রে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী হলেও, মহুয়া মৈত্রর গড় বলে পরিচিত করিমপুর কি বিজেপির পক্ষে থাকবে! যদিও বা এই এই ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায় শোনা যাচ্ছে অন্য সুর। তিনি তিনটি বিধানসভা কেন্দ্র দখলেই আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আশাবাদী আগামী 28 নভেম্বর তিনটি কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ী হবেন। তবে এটা নিশ্চিত বলতে পারি খড়গপুর এবং কালিয়াগঞ্জে পদ্ম ফুটবেই। করিমপুরেও আমরা লড়াই দেব।” সব মিলিয়ে এখন বিজেপির রাজ্য সভাপতি এবং বিজেপি নেতৃত্বের আশা অনুযায়ী বিজেপি কতটা সাফল্য পায়, সেদিকে তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!