এখন পড়ছেন
হোম > জাতীয় > সিএএ বিরোধী আন্দোলনের জেরে তৈরি হল নতুন রাজনৈতিক দল! বিধানসভার আগে নতুন সমীকরণ? তীব্র জল্পনা

সিএএ বিরোধী আন্দোলনের জেরে তৈরি হল নতুন রাজনৈতিক দল! বিধানসভার আগে নতুন সমীকরণ? তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বছর অসমে বিধানসভা নির্বাচন রয়েছে। আর তার আগে এখানে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে দেখা যাচ্ছে। এবার সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন করা দুই সংগঠন মিলে একত্রিত হয়ে গেল। জানা গেছে, অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন এবং অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এবারেই সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এককাট্টা হল।

সূত্রের খবর, এই দুই দল যৌথভাবে এক হওয়াতে তারা নতুন দলের নাম রেখেছে অসম জাতীয় পরিষদ। রাজনৈতিক অবস্থান অনুযায়ী বিজেপি এবং কংগ্রেস – দুই দলের সঙ্গেই এই অসম জাতীয় পরিষদের দূরত্ব বজায় থাকবে বলে খবর।

সূত্রের খবর, সোমবার এই অসম জাতীয় পরিষদের পক্ষ থেকে গুয়াহাটিতে একটি সাংবাদিক বৈঠক করা হয়। যেখানে আসামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের প্রধান লক্ষ্য বলে জানিয়ে দেন নতুন এই দলের নেতারা। ইতিমধ্যেই 16 জন আহ্বায়ককে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, আসামে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যখন তীব্র উত্তেজনা এবং প্রতিবাদ চলছে, ঠিক সেই সময় এই দুই দলের একজোট হয়ে যাওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বিজেপির পাশাপাশি কংগ্রেসের সঙ্গে অসমে দূরত্ব বজায় রাখার যে সিদ্ধান্ত অসম জাতীয় পরিষদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, তাতে আগামী বিধানসভা নির্বাচনে অসমের এই রাজনৈতিক দল বিকল্প হিসেবে উঠে আসতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এখন দেখার বিষয়, দুই দল একজোট হয়ে নতুন দল গঠন করলেও, এই অসম জাতীয় পরিষদ কংগ্রেস বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কতটা বেগ দিতে পারে! আর তাদের রাজনৈতিক লড়াই, আন্দোলনে আগামীদিনে অসমে ঠিক কি হতে চলেছে, তা স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!