এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > CBI অফিসার পরিচয়ে রেখে চাকরির নামে বর্ধমানের যুবতীর থেকে ১৩ লক্ষ টাকা প্রতারণা দুষ্কৃতীদের

CBI অফিসার পরিচয়ে রেখে চাকরির নামে বর্ধমানের যুবতীর থেকে ১৩ লক্ষ টাকা প্রতারণা দুষ্কৃতীদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্ধমানের চাকরিপ্রার্থী এক যুবতীকে ১৩ লক্ষ টাকার বিনিময়ে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়েছিল। এই নিয়োগপত্র নিয়ে চাকরিপ্রার্থী সেই যুবতী বর্ধমান স্টেশনে কাজে যোগ দিতে এসেছিলেন। সেখানে নিজেদের পূর্বরেল কর্মী পরিচয় দিয়ে দুজন ব্যক্তি তাঁকে প্রশিক্ষণ পর্যন্ত দিয়েছিলেন। তাঁর কিছুদিন পরে তিনি বুঝতে পারেন যে সমস্ত বিষয়টিই মিথ্যে।কালক্ষেপ না করে তিনি ১৩ লক্ষ টাকা ফেরত চান। কিন্তু সে টাকা তাঁর ফেরত আসেনি। এরপর তাঁর বিশেষ পরিচিত চিকিৎসক পুলক মুখোপাধ্যায় বর্ধমান থানায় এই প্রতারণার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

হুগলি জেলার জনৈক চিকিৎসক চুঁচুড়া থানার ফার্ম সাইড রোডের বাসিন্দা পুলক মুখোপাধ্যায় জানিয়েছেন যে, গতবছর ফেসবুকে তাঁর সঙ্গে এই জেলারই চন্দননগরের ২ জন ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল। চন্দননগরের এই দুই বাসিন্দার মধ্যে একজন ছিলেন মহিলা। তাঁরা নিজেদের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক বলে পরিচিত করেছিলেন। চিকিৎসক পুলক মুখোপাধ্যায়কে তারা তাঁদের সেই সংস্থাতে চিকিৎসক রূপে যোগ দেওয়ার জন্য বিশেষ আবেদনও জানিয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাদের প্রস্তাবে রাজি হয়ে চিকিৎসক পুলক মুখোপাধ্যায় তাদের ওই সংস্থায় যোগ দিয়েছিলেন। এই সংস্থার মাধ্যমে তিনি দরিদ্র মানুষের চিকিৎসা করতেন। কিছুদিন পর এই সংস্থার এই দুজন চিকিৎসক পুলক মুখোপাধ্যায়কে নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দেওয়া এক প্রভাবশালী ব্যক্তির কথা জানান। তাঁরা আরো জানান যে, সেই ব্যক্তির বিশেষ ক্ষমতা আছে, রেলে চাকরি করিয়ে দেবার। সে সময় চিকিৎসক পুলক মুখোপাধ্যায় তাঁর পরিচিত চাকরিপ্রার্থী এক যুবতীকে রেলে চাকরি করে করিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান।

এরপর তাঁদের পরামর্শ মতই চিকিৎসক পুলক মুখোপাধ্যায় বর্ধমান শহরের ৫ নম্বর ইছলাবাদের জনৈক বাসিন্দার সঙ্গে যোগাযোগ করেন। এই যোগাযোগের পর ১৩ লক্ষ টাকার বিনিময়ে যুবতীকে পূর্ব রেলে চাকরি করিয়ে দেওয়ার কথা বলা হয়। চাকরিপ্রার্থী ১৩ লক্ষ টাকা হাতে তুলে দেওয়ার পর অল্প কিছুদিনের মধ্যেই তাকে পূর্ব রেলের একটি নিয়োগপত্র দেওয়া হয়েছিল। সেই নিয়োগপত্র নিয়ে তিনি বর্ধমান স্টেশনে কাজে যোগ দিতে এসেছিলেন। সেখানে দুজন ব্যক্তি নিজেদের রেল কর্মী পরিচয় দিয়ে তাঁকে চাকুরির ট্রেনিং দিতে শুরু করেছিলেন।

সম্প্রতি বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়েরের পর তাঁদের এই অভিযোগের ভিত্তিতে কেস রুজু করা হয়েছে। এই প্রতারণার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ। বর্ধমান থানার জনৈক অফিসার এ প্রসঙ্গে জানিয়েছেন, ” তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!