এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা আবহে HDFC ব্যাঙ্কের বড়সড় শেয়ার কিনল চীনের ব্যাঙ্ক! বাড়ছে জল্পনা

করোনা আবহে HDFC ব্যাঙ্কের বড়সড় শেয়ার কিনল চীনের ব্যাঙ্ক! বাড়ছে জল্পনা

বর্তমানে ভারতবর্ষ তথা গোটা করোনা আতঙ্কে ভুগছে। সকলেরই টার্গেট, কিভাবে এই মারন ভাইরাস থেকে দেশকে রক্ষা করা যায়। আর এমতাবস্তায় দেশের অন্যতম সবথেকে বড় গৃহঋণ দাতা সংস্থা এইচডিএফসির 1.75 কোটি শেয়ার কিনল দ্য পিপলস ব্যাংক অফ চায়না। জানা গেছে, গত জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে চীনের এই কেন্দ্রীয় ব্যাংক 1 কোটি 74 লাখ 92 হাজার 909 টি শেয়ার কিনেছে।

তবে আশ্চর্যজনকভাবে এই শেয়ার যে সময় কেনা হয়েছে, তখন এইচডিএফসি শেয়ারের দাম পড়েছিল। প্রসঙ্গত, এই এইচডিএফসি শেয়ারের দাম বর্তমানে 32 শতাংশ কমে গিয়েছে। চলতি বছরের 14 জানুয়ারি সেই শেয়ার হয়েছিল 2499.65 টাকা। যেখানে সেন্সেক্স 25%, নিফটি 26% নেমেছে। অন্যদিকে যদি এপ্রিল মাসে দেখা যায়, তাহলে গত 10 এপ্রিল বাজার বন্ধের সময় এই এইচডিএফসি শেয়ারের দাম ছিল 1701.95 টাকা।

তবে বর্তমানে এইচডিএফসির প্রতি যে আগ্রহ বাড়ছে এবং বিনিয়োগের পরিমাণ বাড়ছে, তা কার্যত স্পষ্ট বিশেষজ্ঞদের কাছে। গত ডিসেম্বর মাসে জীবন বীমা নিগমের দখলে এই সংস্থার শেয়ার ছিল 4.21 শতাংশ। কিন্তু এখন তা বেড়ে 4.67 শতাংশে দাঁড়িয়েছে। আর এইচডিএফসির উত্থানে খুশি সেই সংস্থার কর্তৃপক্ষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে সংস্থার ভাইস চেয়ারম্যান তথা সিইও কেকি মিস্ত্রি বলেন, “দ্য পিপলস ব্যাংক অফ চায়না বেশ কিছুদিন ধরেই এইচডিএফসি শেয়ারহোল্ডার। 2019 সালের মার্চে চীনের কেন্দ্রীয় ব্যাংকের তাদের সংস্থায় 0.8 শতাংশ মালিকানা ছিল। তবে সম্প্রতি তারা তাদের মালিকানা বাড়িয়ে 1.1 শতাংশ করেছে।” আর এখানেই বাড়ছে বড়সড় জল্পনা।

করোনার জেরে কার্যত গোটা বিশ্ব অবরুদ্ধ – সব দেশেরই অর্থনীতি ক্রমশ তলানিতে যেতে বসেছে। সেখানে নতুন করে কেউই আর ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছে না। তাহলে চীনের কোম্পানিগুলো কি করে তা করছে? তার থেকেও বড় কথা, এই ভাইরাস চীন থেকে উৎপন্ন হলেও, বর্তমানে কিন্তু সেখানে অবস্থা ক্রমশ সামলানো হয়ে যাচ্ছে।

অনেকেই অভিযোগের আঙ্গুল তুলতে শুরু করেছে, আসলে এইভাবে করোনা ভাইরাস বিশ্বের বুকে ছড়িয়ে দিয়ে, ধীরে ধীরে বিশ্ব অর্থনীতির দখল নেওয়ার চেষ্টা করছে কি চীন? কেননা চীনের উহানে প্রথম এই ভাইরাসের প্রকোপ দেখা দিলেও – তাদের রাজধানী বেজিং কিন্তু সুরক্ষিত। অথচ বহু দূরের ইউরোপ বা আমেরিকার দেশগুলি করোনার আক্রমণে কার্যত নাজেহাল। তাহলে কি করোনার আবহে বিশ্ব দখলের পরিকল্পনায় চীন? প্রশ্নটা কিন্তু উঠেই গেল!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!