এখন পড়ছেন
হোম > জাতীয় > তিন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপির তিন ‘বিদ্রোহী’ ও প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাবেশে জমতে চলেছে তৃণমূলের ব্রিগেড

তিন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপির তিন ‘বিদ্রোহী’ ও প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাবেশে জমতে চলেছে তৃণমূলের ব্রিগেড

বিজেপি বিরোধিতায় প্রথম বিরোধী মহাজোটের সুতোটা বেঁধেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই। আর এরপরই আগামী 19 শে জানুয়ারি সেই দেশের সমস্ত বিরোধী দলকে নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক ঐতিহাসিক জনসভার ডাক দিয়েছেন সেই তৃণমূল নেত্রী। কেন্দ্রের শাসকদলের পক্ষ থেকে এই ব্রিগেড সমাবেশকে নিয়ে নানা কটাক্ষ করা হলেও এবার সেই তৃনমূলের ব্রিগেড সমাবেশে দেশের বিরোধী দলগুলো থেকে ঠিক কারা কারা উপস্থিত থাকছেন তা স্পষ্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, তৃণমূলের এই ঐতিহাসিক ব্রিগেড সভায় প্রায় দেশের সমস্ত বিরোধী দলের নেতাদেরই আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু সেখানে ঠিক কারা কারা উপস্থিত থাকবেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা জল্পনা। কিন্তু এদিন তা স্পষ্ট করে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শত্রুঘ্ন সিনহা, বিজেপির প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহা, অরুণ শৌরি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, কর্নাটকের কুমারস্বামী এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া এই ব্রিগেড সমাবেশে থাকবেন।”

আর এখানেই বিজেপির তিন বিদ্রোহী নেতা শত্রুঘ্ন সিনহা, যশবন্ত সিনহা এবং অরুণ শৌরির প্রবল বিজেপি বিরোধী তৃণমূলের এই ব্রিগেড জনসভায় যোগ দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। কিন্তু জাতীয় রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজ্য বলে পরিচিত উত্তরপ্রদেশের প্রবল বিজেপি বিরোধী হিসেবে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং বহুজন সমাজ পার্টির মায়াবতী কি তৃণমূলের এই সমাবেশে উপস্থিত থাকবেন না!

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, অখিলেশ যাদবের নাম থাকলেও ব্রিগেডে আসা নেতাদের তালিকায় অনুপস্থিত হিসেবেই রয়েছেন মায়াবতী। অন্যদিকে জম্মু-কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ, তামিলনাড়ুর ডিএমকের স্ট্যালিন, বিহারের আরজেডির লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব তৃণমূলের এই ব্রিগেড সমাবেশ আসতে পারেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিভিন্ন আঞ্চলিক দলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এই ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকলেও সেখানে দেশের অন্যতম প্রধান বিরোধী দল হিসেবে পরিচিত কংগ্রেস থেকে কি কেউ থাকবেন না!

সূত্রের খবর, কংগ্রেসকে সেই সভার জন্য আমন্ত্রণ জানানো হলেও হাত শিবিরের পক্ষ থেকে কে সেখানে উপস্থিত থাকবেন তা স্পষ্টভাবে জানানো হয়নি। সব মিলিয়ে এখন একাধিক বিজেপির বিদ্রোহী নেতা ও দেশের প্রবল বিজেপি বিরোধী হিসেবে পরিচিত আঞ্চলিক দলের নেতাদের নিয়ে আগামী 19 শে জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সমাবেশ ঠিক কতটা সার্থকতা লাভ করে এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!