এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > “সিপিএমও এমন করেনি” নন্দীগ্রামে বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক শুভেন্দু!

“সিপিএমও এমন করেনি” নন্দীগ্রামে বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক শুভেন্দু!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রবল সিপিএম বিরোধী ছিলেন তিনি। নন্দীগ্রাম আন্দোলনের তৃণমূলের হয়ে আন্দোলন করে সিপিএমের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিলেন। সিপিএমের সঙ্গে কার্যত তার আদায়-কাঁচকলায় সম্পর্ক। কিন্তু এতকাল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা থাকলেও, সম্প্রতি তিনি বিজেপিতে যোগদান করেছেন। আর বিজেপিকে নাম লেখানোর পর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানা ইস্যুতে সরব হতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। মাঝেমধ্যেই সিপিএমের অনেক ভুল থাকলেও তারা বেশকিছু ভালো কাজ করেছে বলে মন্তব্য করতে দেখা গেছে তাকে।

আর এবার নন্দীগ্রামে শুক্রবার বিজেপির পক্ষ থেকে সভা করা হলেও, সেখানে গন্ডগোল শুরু হওয়ায় সিপিএমও এমন কাজ কখনও করেনি বলে নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দুবাবুর এই মন্তব্যকে কেন্দ্র করে কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে। বস্তুত, এদিন নন্দীগ্রামে যখন কৈলাস বিজয়বর্গীয় বক্তব্য রাখছিলেন, সেইসময় সভার মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আর তখনই মাইক্রোফোন নিয়ে সকলকে শান্ত হয়ে বসে থাকার অনুরোধ করেন শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরবর্তীতে বক্তব্য রাখতে উঠে নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন অধিকারী পরিবারের মেজো ছেলে‌। তিনি বলেন, “সভা চলাকালীন ঢিল মারা হয়েছিল‌। সিপিআইএম কোনোদিনই তৃনমূলের কোনো সভায় ঢিল মারেনি। কোনোদিন দেখিনি। আমি থাকছি। এখানকার প্রতিটা মানুষ বাড়ি পৌঁছলে তবেই আমি বাড়ি যাব। নিশ্চিন্তে আপনারা বাড়ি যান।” স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে কেন্দ্র করে এবার রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

অনেকেই বলতে শুরু করেছেন, শুভেন্দু অধিকারী একথা বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে, তিনি প্রবল সিপিএম বিরোধী হলেও, সিপিএম যা করেনি, এখন তার সভাকে আটকাতে তৃণমূলের অনেকে সেই চেষ্টা শুরু করেছে। অর্থাৎ প্রবল সিপিএম বিরোধী শুভেন্দু অধিকারীর গলা থেকে এখন তৃণমূলের বিরুদ্ধে এই রকম অভিযোগ শুনতে পাওয়ায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য জুড়ে। একাংশের দাবি, শুভেন্দুবাবু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন সিপিএমের থেকেও তৃণমূল কংগ্রেস বহুগুণে খারাপ। আর তার এই মন্তব্যে যে তৃণমূল কংগ্রেস যথেষ্ট অস্বস্তিতে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের‌।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!