এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > Exclusive – ২০২১-এর মহাযুদ্ধ, বিধানসভা Analysis – কুচবিহার উত্তর, কুচবিহার Detail Report

Exclusive – ২০২১-এর মহাযুদ্ধ, বিধানসভা Analysis – কুচবিহার উত্তর, কুচবিহার Detail Report


সবকিছু ঠিক থাকলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভাগ্য ঠিক করতে, বাংলায় বিধানসভা নির্বাচন হতে চলেছে আর ১ বছরের মধ্যেই। ফলে স্বাভাবিকভাবেই এখন থেকেই চর্চা রাজনৈতিক পারদ। বাংলার প্রতিটা রাজনৈতিক দলের, প্রতিটি রাজনৈতিক ব্যক্তির পদক্ষেপ মাপতে শুরু করেছেন আমজনতা। ফলে, ধীরে ধীরে বাংলার আকাশে প্রতীয়মান হচ্ছে ২০২১-এর বিধানসভা মহাযুদ্ধের ছায়া।

এর আগে ২০১৬-এর বিধানসভা নির্বাচনে বা ২০১৯-এর লোকসভা নির্বাচনে প্রায় ১০০% সমীক্ষা মিলিয়ে দেওয়ায় প্রিয় বন্ধু মিডিয়ার উপর আমাদের পাঠকদেরও প্রত্যাশার পারদ চড়ছে। বাংলার ভাগ্যে কি হতে পারে তার আগাম আভাস তুলে আনার জন্য আমাদের সমীক্ষক দল ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছিল। লোকসভা নির্বাচনের পর দু-দুবার সমীক্ষাও সেরে ফেলা হয়েছে।

কিন্তু আপাতত করোনা আবহে থমকে সবকিছু। নাহলে হয়ত এতদিনে আমাদের তৃতীয় রাউন্ডের সমীক্ষা সেরে, আমরা চতুর্থ রাউন্ডের সমীক্ষার প্রস্তুতি নিতে শুরু করতাম। কিন্তু, সমীক্ষা হোক বা না হোক, বাংলার রাজনৈতিক ছবিটা কি হতে পারে তা নিয়ে আমাদের পাঠকদের আগ্রহের শেষ নেই। আর তাই তাঁদের ইচ্ছাকে মর্যাদা দিতেই – প্রিয় বন্ধু বাংলার তরফে শুরু করা হচ্ছে বিশেষ এই সিরিজ।

এই সিরিজে আমরা প্রতিটা বিধানসভা ধরে ধরে, তার রাজনৈতিক চিত্র আপনাদের সামনে তুলে আনব। তার সঙ্গেই আমাদের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এই কেন্দ্রে কি ছবি উঠে এসেছিল তাও আপনাদের সামনে তুলে ধরব। আমরা এই সমীক্ষা করেছিলাম নভেম্বর, ২০১৯-এর শেষ ২ সপ্তাহ ধরে। এরপর আমরা মার্চ-এপ্রিল নাগাদ আমাদের পরবর্তী সমীক্ষার পরিকল্পনা করেছিলাম। কিন্তু করোনা আবহে তা আর করা সম্ভব হয় নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নেওয়া যাক কুচবিহার উত্তর, কুচবিহার বিধানসভার সম্পূর্ণ রাজনৈতিক চিত্র –

বিধানসভা – কুচবিহার উত্তর
জেলা – কুচবিহার
লোকসভা – কুচবিহার

বিধানসভা ক্ষেত্র –
কুচবিহার ২ নং ব্লক –
১. আমবাড়ি পঞ্চায়েত
২. বানেশ্বর পঞ্চায়েত
৩. বরারনগ্রাশ পঞ্চায়েত
৪. চকচকা পঞ্চায়েত
৫. ঢংঢিঙগিরি পঞ্চায়েত
৬. গোপালপুর পঞ্চায়েত
৭. খাগড়াবাড়ি পঞ্চায়েত
৮. খেপাইডাঙা পঞ্চায়েত
৯. মধুপুর পঞ্চায়েত
১০. মরিচবাড়ী পঞ্চায়েত
১১. পটলাখাওয়া পঞ্চায়েত
১২. পুন্ডিবাড়ি পঞ্চায়েত
১৩. টাকাগাছ রাজারহাট পঞ্চায়েত

বুথ সংখ্যা – ৩০৫
পুরুষ ভোটার – ১,৪১,৫১৯
মহিলা ভোটার – ১,২৯,৫০১
তৃতীয় লিঙ্গ –
মোট ভোটার – ২,৭১,০২২

বিধানসভার বিধায়ক তালিকা –
১৯৫১ – মজিরুদ্দিন আহমেদ (কংগ্রেস) ও যতীন্দ্রনাথ সিংহ সরকার (কংগ্রেস)
১৯৫৭ – মজিরুদ্দিন আহমেদ (কংগ্রেস) ও সতীশচন্দ্র রায় সিংহ (কংগ্রেস)
১৯৬২ – সুনীল দাসগুপ্ত (ফরোয়ার্ড ব্লক)
১৯৬৭ – এম আর টার (কংগ্রেস)
১৯৬৯ – বিমলকান্তি বসু (ফরোয়ার্ড ব্লক)
১৯৭১ – সুনীল কর (কংগ্রেস)
১৯৭২ – সুনীল কর (কংগ্রেস)
১৯৭৭ – অপরাজিতা গোপ্পী (ফরোয়ার্ড ব্লক)
১৯৮২ – অপরাজিতা গোপ্পী (ফরোয়ার্ড ব্লক)
১৯৮৭ – অপরাজিতা গোপ্পী (ফরোয়ার্ড ব্লক)
১৯৯১ – বিমলকান্তি বসু (ফরোয়ার্ড ব্লক)
১৯৯৬ – মিহির গোস্বামী (কংগ্রেস)
২০০১ – দীপকচন্দ্র সরকার (ফরোয়ার্ড ব্লক)
২০০৬ – দীপকচন্দ্র সরকার (সিপিআইএম)
২০১১ – নগেন্দ্রনাথ রায় (ফরোয়ার্ড ব্লক)
২০১৬ – নগেন্দ্রনাথ রায় (ফরোয়ার্ড ব্লক)

২০১৪-এর লোকসভা নির্বাচনের ফল –
তৃণমূল – ৩৪.৯৪%
বিজেপি – ১৬.৭১%
বামফ্রন্ট – ৩৪.০২%
কংগ্রেস – ৯.৩২%

২০১৬-এর বিধানসভা নির্বাচনের ফল –
তৃণমূল – ৩৮.১৪%
বিজেপি – ১৩.৪২%
বামফ্রন্ট – ৪৩.৬৩%

২০১৯-এর লোকসভা নির্বাচনের ফল –
তৃণমূল – ৩৯.৫০%
বিজেপি – ৫১.২৭%
বামফ্রন্ট – ৪.২৮%
কংগ্রেস – ২.৪৫%

আমাদের করা সর্বশেষ সমীক্ষা (নভেম্বর, ২০১৯) অনুযায়ী ২০২১-এর সম্ভাব্য ফলাফল –
তৃণমূল – ৩৭%
বিজেপি – ৫৪%
বামফ্রন্ট + কংগ্রেস – ৬%
অন্যান্য – ২%
নোটা – ১%

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!