এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা থেকে মুক্তি? যে কোন দিন আসতে পারে সুখবর! তিন-তিনটি ভ্যাকসিন নিয়ে চলছে চূড়ান্ত পরীক্ষা!

করোনা থেকে মুক্তি? যে কোন দিন আসতে পারে সুখবর! তিন-তিনটি ভ্যাকসিন নিয়ে চলছে চূড়ান্ত পরীক্ষা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সারা বিশ্ব এই মুহূর্তে করোনা পরিস্থিতি সামাল দিতে রীতিমতো জেরবার। দীর্ঘদিন ধরেই করোনা পরিস্থিতি অব্যাহত। তবে যত দিন যাচ্ছে ততই পরিস্থিতি আরও খারাপের দিকে চলেছে। বিশ্বের লাখ লাখ মানুষ ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে সারা বিশ্ব চরম আতঙ্কে ভুগছে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, মানবজাতি বনাম ভাইরাসের এই যুদ্ধে এখনও পর্যন্ত বেশ কয়েক কদম পিছিয়ে আছি আমরা। কারণ এই অসম যুদ্ধের সবথেকে বড় অস্ত্র প্রতিষেধক যা এই মুহূর্তে অমিল।

তবে জানা যাচ্ছে, এই মুহূর্তে বিশ্বজুড়ে প্রায় প্রতিটি দেশে নামজাদা বিজ্ঞানীরা ও গবেষকরা প্রতিষেধক আবিষ্কারের জন্য দিনরাত এক করে চেষ্টা চালাচ্ছেন। সুতরাং বলা যায়, করোনার প্রতিষেধক আবিষ্কার এখন মাত্র সময়ের অপেক্ষা। তবে এবার বোধহয় সেই অপেক্ষা শেষ হতে চলেছে। কারণ ইতিমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশ করোনার প্রতিষেধক বাজারে আনার জন্য চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু করেছে বলে জানা যাচ্ছে। 2019 থেকে করোনার দেখা মিললেও এখনো পর্যন্ত এই ভাইরাসকে কাবু করার জন্য কোন প্রতিষেধক বাজারে আসেনি।

বিভিন্ন দেশ নানান রকম ওষুধের মাধ্যমে রোগীদের সাময়িকভাবে সুস্থ করে তুললেও পুরোপুরি সুস্থ হতে বেশ অনেকটাই সময় লাগছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে জানার আছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র চীন সহ বিভিন্ন দেশ। চীনা ফার্মাসিউটিক্যাল সংস্থা সিনোভাক বায়োটেকও যেমন দাবি করেছে, তাঁরা করোনার ভ্যাকসিন প্রস্তুতিতে আর বেশি পিছিয়ে নেই। অন্যদিকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় সম্প্রতি জানিয়েছে, তাঁরাও
করোনার ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সর্বপ্রথম বৃটেনের বিজ্ঞানীরা আসার কথা শুনিয়েছেন। তাঁদের দাবি, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে করোনা ভাইরাসের প্রতিষেধক। বৃটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা সংস্থা ইতিমধ্যেই ‘অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন’ নামে একটি করোনার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে বলে জানা গেছে। তবে এই ভ্যাকসিন এর প্রথম এবং দ্বিতীয় পর্যায় সফল ভাবে উত্তীর্ণ হলেও এবার লক্ষ্য তৃতীয় পর্যায়ের পরীক্ষা। তবে বিভিন্ন ভ্যাকসিনের বিভিন্ন প্রতিক্রিয়া যে থাকবে তা বিজ্ঞানীরা জানাচ্ছেন।

কিছু কিছু ভ্যাকসিন বেরোবে যারা ভাইরাসকে সম্পূর্ণ শেষ করতে না পারলেও মানুষের শরীরে এই প্রতিষেধকগুলি ইমিউনিটি পাওয়ার অনেক বাড়িয়ে তুলবে। তবে বিজ্ঞানীদের আশা, আগামী সেপ্টেম্বর – অক্টোবরের মধ্যেই বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসের ভ্যাকসিন আসতে চলেছে। তবে সমস্ত পরীক্ষার পাশ করলেও ভ্যাকসিন উৎপাদনের দিকে বিশেষ নজর থাকবে। কারণ বিজ্ঞানীদের মতে, যদি এই ভ্যাকসিন সমস্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয় তাহলে এর চাহিদা হবে আকাশছোঁয়া। এবং সে ক্ষেত্রে উৎপাদনের হার বাড়িয়ে তুলতে হবে। এই অবস্থায় সম্পূর্ণ মেঘ না কাটলেও রীতিমত আশার আলো দেখছেন বিশ্ববাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!