এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার তৃতীয় ঢেউ রুখতে স্বাস্থ্যক্ষেত্রে বড়সড় অনুদান, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

করোনার তৃতীয় ঢেউ রুখতে স্বাস্থ্যক্ষেত্রে বড়সড় অনুদান, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মন্ত্রীসভার সম্প্রসারণের পরেই এবার তড়িঘড়ি কাজে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের ছবি উজ্জ্বল করতে ইতিমধ্যেই সবার প্রথম স্বাস্থ্যক্ষেত্রে অনুদান বাড়িয়ে তার সূত্রপাত করা হলো বলে মনে করা হচ্ছে। কার্যত করোনার দ্বিতীয় ঢেউয়ে বাড়াবাড়ি রকমের বিপাকে পড়তে হয়েছিল মোদি সরকারকে। দেশজুড়ে মৃত্যুর হার বেড়ে গিয়েছিল লাগামছাড়াভাবে, পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে প্রয়োজনাদির ব্যাপক অভাব সামনে এসেছে। তাই করোনার তৃতীয় ঢেউয়ের আগেই তড়িঘড়ি স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে বদল করে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়ে আসা হয়েছে মনসুখ মান্ডবিয়াকে।

এবারের মন্ত্রীসভার রদবদলে মূলত স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি এবং তৈল মন্ত্রকের পরিবর্তন হয়েছে। কার্যত এই তিনটি ক্ষেত্র নিয়েই কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেছে বিরোধীরা। তাই এবার বিরোধী শিবিরের সমালোচনা বন্ধ করতে প্রধানমন্ত্রী মোদির পক্ষ থেকে বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নতুন মন্ত্রীসভার প্রথম বৈঠক হয়েছে এবং সেখানেই নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত। জানা গিয়েছে, করোনা ভাইরাস মোকাবিলার প্যাকেজে 23123 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এ প্রসঙ্গে নতুন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া জানিয়েছেন, দেশের 736 টি জেলায় এই প্যাকেজের সাহায্যে তৈরি হবে শিশু চিকিৎসা বিভাগ। পাশাপাশি কুড়ি হাজার নতুন আই সি ইউ শয্যা তৈরি হবে এবং ওষুধের স্টক বাড়ানো হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইসাথে তিনি জানান, এবার থেকে দেশের প্রতিটি রাজ্যে অন্তত 10000 লিটার মেডিক্যাল অক্সিজেন মজুদ রাখার প্রস্তুতি চলছে। এই সম্পূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত করতে 23 হাজার কোটি টাকার মধ্যে কেন্দ্র ব্যয় করবে 15 হাজার কোটি টাকা এবং বাকি 8 হাজার কোটি টাকা দিতে হবে রাজ্যকে বলে ঠিক হয়েছে। এবং এই পরিকল্পনা কার্যকর করার জন্য সময় নির্ধারণ হয়েছে আগামী 9 মাস। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী দিনে অতিমারীর ধাক্কায় যাতে আর কোনো সমস্যায় পড়তে না হয়, তার জন্য বড়োসড়ো প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি আগামীতে স্বাস্থের উন্নতিকল্পে নতুন রূপরেখা তৈরি করা হবে এবং সেক্ষেত্রে রাজ্যের পরামর্শ নেওয়া হবে। অন্যদিকে মান্ডবিয়া আরো জানান, নতুন প্যাকেজের সাহায্যে রাজ্যগুলি তাদের পরিকাঠামো চাঙ্গা করতে নার্সিং পড়ুয়াদের পেছনেও এই তহবিল খরচা করতে পারে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দেশের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মুখে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যের দায়িত্ব হাতে নিয়ে করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে সফল হন কিনা মনসুখ মান্ডবিয়া সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!