এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দাড়িভিট কাণ্ড নিয়ে এবার বড়সড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর, আশার আলো দেখছে নিহতের পরিবার

দাড়িভিট কাণ্ড নিয়ে এবার বড়সড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর, আশার আলো দেখছে নিহতের পরিবার


সারা রাজ্যে এবারের লোকসভা নির্বাচনে বিজেপির ভালো প্রভাব ছিল। তবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির জেতার পেছনে মূল কৃতিত্ব যদি কাউকে দিতে হয়, তাহলে তা দাড়িভিট ইস্যু। আর এবার এই দাড়িভিট নিয়ে আশাব্যঞ্জক কথা শোনালেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।

সূত্রের খবর, শুক্রবার দাড়িভিট কান্ডের বর্ষপূর্তিতে বিকেলে দাড়িভিটে আয়োজিত এক ধিক্কার সভায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে দাড়িভিট কাণ্ডের দিনটিকে ভাষা শহিদ দিবস হিসাবে ঘোষণা করা হবে।” অন্যদিকে এই দাড়িভিটের ঘটনার এক বছর পেরিয়ে গেলেও সিবিআই তদন্তের দাবি জানিয়েও কাজের কাজ কিছু হয়নি, এই কথা তুলে ধরে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন দেবশ্রীদেবী।

তিনি বলেন, “রাজ্যে কোনও ঘটনায় সিবিআই তদন্ত করতে গেলে রাজ্য সরকারের অনুমতি দরকার হয়। কিন্তু দাড়িভিটে সিবিআই তদন্ত দিয়ে মুখ্যমন্ত্রী ও তার প্রশাসন প্রথম দিন থেকেই বেঁকে বসে আছে। কারণ সিবিআই তদন্ত করলে কে গুলি চালিয়েছে তা বেরিয়ে আসবে। প্রতি বছর ২১ জুলাই শহিদ দিবস পালন করেন যে মুখ্যমন্ত্রী, তিনি তাপস ও রাজেশের পরিবারের পাশে দাঁড়াননি।

এই রাজ্যে বিজেপি’র সরকার হওয়ার পরে দাড়িভিট নিয়ে সিবিআই তদন্ত হবে। ২০ সেপ্টেম্বর ভাষা শহিদ দিবস পালন করা হবে। পাশাপাশি এদিন মন্ত্রী দাড়িভিটে রাজেশ ও তাপসের নামে কমিউনিটি হল ও যাত্রী প্রতীক্ষালয় তৈরি করে দেওয়া হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, পাক্কা একবছর আগে ২০ সেপ্টেম্বর দাড়িভিট স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনে তাপস ও রাজেশের মৃত্যু হয়। আর তার পর থেকে নিহতদের পরিবারকে সঙ্গে নিয়ে সিবিআই তদন্তের দাবিতে লাগাতার আন্দোলনে নামতে দেখা যায় ভারতীয় জনতা পার্টিকে।

আর এদিন সেই ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে বিজেপির তরফে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আর সেই কর্মসূচি উপলক্ষেই এদিন বিকেল চারটার সময় সেই দাড়িভিটে আসেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা মন্ত্রী দেবশ্রী চৌধুরী। দোলঞ্চা নদীর পাড়ের শ্মশানে রাজেশ ও তাপসের স্মৃতিসৌধতে যান তিনি। সৌধে মাল্যদান ও পরে বৃক্ষরোপণ করেন কেন্দ্রীয় মন্ত্রী।

যেখানে দেবশ্রী চৌধুরীর পাশাপাশি উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিত সরকার, দলের জেলা সভাপতি নির্মল দাম, সাধারণ সম্পাদক সুরজিৎ সেন সহ বহু নেতৃত্বরা। অন্যদিকে এই ধিক্কার সভায় উপস্থিত ছিলেন নিহতদের মা মঞ্চু বর্মন ও ঝর্না সরকারও।

এদিন নিহতদের পরিবারের সদস্যদের হাতে এদিন আর্থিক সাহায্য তুলে দেন দেবশ্রী চৌধুরী। আর এরপরই বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, “রাজেশ ও তাপস মানে প্রতিবাদ। শহিদের পরিবার নিয়ে আমরা ভোটের রাজনীতি করি না। প্রথম থেকেই নিহতদের পরিবারের পাশে ছিলাম, আছি, থাকব। আমাদের তিন কাঠা জমি দিলে তাপস ও রাজেশের স্মরণে ওই জমিতে কমিউনিটি হল করে দেওয়া হবে। বাস স্টপ এলাকায় জমি দিলে রাজেশ ও তাপসের স্মরণে যাত্রী প্রতীক্ষালয় তৈরি করে দেওয়া হবে।”

পাশাপাশি তৃণমূলের তরফে একুশে জুলাই শহীদ দিবস পালন করা নিয়ে এদিনের এই দাড়িভিট দিবস থেকে তাকে কটাক্ষ করেন বিজেপির এই হেভিওয়েট নেত্রী। তিনি বলেন, “২১ জুলাই আপনার শহিদ মঞ্চে নাচাগানার অনুষ্ঠান হতে পারে। কিন্তু যেদিন রাজ্যে বিজেপি সরকার হবে সেদিন ২০ সেপ্টেম্বরকে ভাষা শহিদ দিবস ঘোষণা করা হবে।” সব মিলিয়ে দাড়িভিট দিবস থেকে বড়সড় ঘোষণা করলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!