এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দিলীপের বদলে কে? বিজেপি রাজ্য সভাপতি পদে বদল নিয়ে জল্পনা!

দিলীপের বদলে কে? বিজেপি রাজ্য সভাপতি পদে বদল নিয়ে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 এর বিধানসভা নির্বাচনে দলকে সাফল্যের মুখ দেখানোর জন্য তিনি ছিলেন রাজ্য বিজেপির সেনাপতি। তার ওপর ভরসা করেই প্রচারে এসে সংগঠনের প্লাস পয়েন্ট যে তাদেরকে লক্ষ্যে পৌঁছে দেবে, তা বুঝে গিয়েছিলেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ। কিন্তু রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পারফরম‌্যান্স খুব একটা ভালো নয় এবং তাতে যে খুশি নয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব একাংশ, তা বলাই যায়।

কেননা লক্ষ্যে পৌঁছানো তো দূরের কথা, দুই অঙ্কের সংখ্যা পার করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। 77 টি আসন দখল করে কোনোমতে রাজ্যে বিরোধীদলের জায়গা লাভ করেছে তারা। আর এই পরিস্থিতিতে ভোটের বিজেপির এই পর্যদস্ত হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমত প্রশ্ন তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরমহলে। অনেকেই সঠিক নেতৃত্ব প্রদানের অভাবকে দায়ী করতে শুরু করেছেন।

স্বাভাবিক ভাবেই একদিকে পর্যবেক্ষক পদ থেকে কৈলাস বিজয়বর্গীয়কে যেমন সরিয়ে দেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে, ঠিক তেমনই বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের বদলে নতুন কেউ আসতে পারে বলে গুঞ্জন তৈরি হয়েছে। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে কে হবেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি, এখন সেটা নিয়েই আলোচনা তৈরি হয়েছে গেরুয়া শিবিরে।

সূত্রের খবর, ইতিমধ্যেই বেশ কিছু নাম সামনে আসতে শুরু করেছে। তবে সবথেকে বেশি যে নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছে, তিনি হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্বপনবাবু বাংলার বুদ্ধিজীবী সমাজের বিশিষ্ট মুখ। দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। স্বাভাবিক ভাবেই তার মত বিশিষ্ট মানুষকে এবার রাজ্য বিজেপির মুখ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আর যদি স্বপন দাশগুপ্ত রাজ্য বিজেপির সভাপতি হন, তাহলে অনেকটাই উপকৃত হবে দল বলে মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গেরুয়া শিবিরের অনেকে বলছেন, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হওয়ার পর হয়ত বা দলের শ্রীবৃদ্ধি হয়েছে। কিন্তু তার বেশ কিছু মন্তব্য বিতর্ক ছড়িয়ে দিয়েছে রাজ্য রাজনীতিতে। মাঝেমধ্যেই সেলিব্রিটি থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনের উদ্দেশ্যে করা দিলীপ ঘোষের মন্তব্য খুব একটা ভালো চোখে নিতে পারেনি বাঙালি। যার প্রভাব কিছুটা হলেও এবারের বিধানসভা নির্বাচনে পড়েছে। পাশাপাশি তৃণমূলের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায় হলেও, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি বিজেপি ক্ষমতায় আসলে মুখ্যমন্ত্রী হবে, এই প্রশ্ন তৈরি হয়েছিল।

সেদিক থেকে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হলে রাজ্যের অবস্থা অত্যন্ত সংকটজনক জায়গায় পৌঁছে যাবে বলেও কটাক্ষ করেছিল বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এই পরিস্থিতিতে সেই দিলীপ ঘোষের আচার-আচরণ এবং তার বক্তব্য নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠার একটা খারাপ প্রভাব যে ভোটবাক্সে পড়েছে এবং তা যে বিজেপির বিপক্ষে গিয়েছে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। আর সেই কারণেই দলীয় স্তরে বেশকিছু রদবদল করতে পারে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব বলে মনে করছেন একাংশ।

যার জেরে বদল হতে পারে বিজেপির রাজ্য সভাপতি পদে। সেদিক থেকে দিলীপ ঘোষের বদলে এখন স্বপন দাশগুপ্তের মত নেতার নাম সামনের সারিতে উঠে আসছে। সব মিলিয়ে বিজেপির রাজ্য সভাপতি পদে আদৌ বদল হয় কিনা, আর যদিও বা বদল হয়, তাহলে কে হন পরবর্তী রাজ্য সভাপতি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!