এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দিলীপ ঘোষের ‘কোটায়’ রেলে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার তোলাবাজি? নতুন অস্বস্তিতে বিজেপি?

দিলীপ ঘোষের ‘কোটায়’ রেলে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার তোলাবাজি? নতুন অস্বস্তিতে বিজেপি?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে যখন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব, ঠিক তখনই বড়সড় অস্বস্তিতে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, দিলীপ ঘোষের এমপি কোটায় রেলের গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হবে – এই প্রতিশ্রুতি দিয়ে এবার লক্ষ্য লক্ষ্য টাকা আত্মসাতের অভিযোগ উঠল এগরার বিজেপির মন্ডল সভাপতি বিরুদ্ধে। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে এবার ব্যাপক অস্বস্তিতে পড়েছে ভারতীয় জনতা পার্টি।

জানা গেছে, এগড়া টু ব্লকের উত্তর চাঁদপুর গ্রামের বাদল দোলুই এমপি কোটায় রেলে ছেলের চাকরির জন্য রঞ্জন মহাপাত্রকে 12 লক্ষ 60 হাজার টাকা দিয়েছিলেন। অন্যদিকে বিদ্যুৎ বন্টন কোম্পানির ঠিকাদার অরবিন্দ মাইতি মোটা টাকা লোনের জন্য এই রঞ্জন মহাপাত্রকে এক লক্ষ টাকা দিয়েছিলেন। তবে নিজেদের কাজ না হওয়ার জন্য সেই মন্ডল সভাপতিকে ক্রমাগত চাপ দিতে থাকেন বাদলবাবু এবং অরবিন্দবাবু।

আর এরপরই গোটা বিষয় নিয়ে মধ্যস্থতা করেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি। পরবর্তীতে সেই রঞ্জন মহাপাত্র চাপে পড়ে কিছু টাকা ফেরত দিলেও বাকি টাকা না পাওয়ায় বাদলবাবু এবং অরবিন্দবাবু বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দ্বারস্থ হন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বড়সড় অস্বস্তিতে পড়েছে ভারতীয় জনতা পার্টি।

যেভাবে তার নাম ব্যবহার করে টাকা আত্মসাৎ করা হয়েছে, তাতে রীতিমতোষ অস্বস্তিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ইতিমধ্যেই দিলীপবাবুর নির্দেশে সরিয়ে দেওয়া হয়েছে এগড়া 1 ব্লকের উত্তর মন্ডলের সভাপতি রঞ্জন মহাপাত্রকে। এদিন এই প্রসঙ্গে প্রতারিত বাদল দোলই এবং অরবিন্দ মাইতি বলেন, “শুধু আমরা নয় অনেকের কাছ থেকেই রঞ্জন মহাপাত্র দলের পদ ভাঙিয়ে টাকা তুলেছেন। দিলীপ ঘোষকে সবটা জানানো হয়েছে।”

এদিকে এই ব্যাপারে দিলীপ ঘোষের সাংসদ প্রতিনিধি আশিস নন্দী বলেন, “উভয়পক্ষ আমাদের পার্টির কার্যকর্তা। রঞ্জন মহাপাত্রের বিরুদ্ধে চাকরি প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ আমি দিলীপবাবুর নজরে এনেছিলাম। কারণ আমি জানি, এই ভাবে এমপি কোটায় রেলে চাকরি হয় না। তাই অভিযোগ ওঠায় দিলীপবাবুর নির্দেশে রঞ্জনবাবুকে মণ্ডল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কেন তিনি এরকম ঘটনার সঙ্গে যুক্ত হলেন? এদিন এই প্রসঙ্গে অভিযুক্ত রঞ্জন মহাপাত্র বলেন, “আমার বিরুদ্ধে অভিযোগ একেবারেই ভিত্তিহীন। মণ্ডল সভাপতির পদ থেকে আমাকে সরানো দলীয় সিদ্ধান্ত। এর সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই।” কিন্তু যেভাবে এই ঘটনার সঙ্গে নাম জড়িয়ে পড়েছে বিজেপির জেলা সভাপতি অনুপ চক্রবর্তীর, তাতে তো অস্বস্তি বাড়ছে ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীদের মধ্যে!

এদিন এই প্রসঙ্গে অনুপ চক্রবর্তী অবশ্য বলেন, “চাকরি দেওয়ার নামে একটা লেনদেন হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা থাকায় রঞ্জনবাবুকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রঞ্জন পাল্টা একটা এফআইআর করেছেন। পুলিশ তার তদন্ত করছে। এই ঘটনায় অযথা আমাকে জড়ানো হচ্ছে। এতে আমার কোনো ভূমিকা নেই।” তবে বিজেপির জেলা সভাপতি যে কথাই বলুন না কেন, যেভাবে দিলীপ ঘোষের নাম ব্যবহার করে বিজেপির মন্ডল সভাপতির বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, তাতে রীতিমত অস্বস্তিতে গেরুয়া শিবির।

যেখানে তৃণমূলের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনের আগে নানা দুর্নীতির অভিযোগ তুলতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি, সেখানে বিজেপির রাজ্য সভাপতির নাম ভাঙিয়ে টাকা তোলার ঘটনা নিঃসন্দেহে তৃণমূলের হাতে অস্ত্র তুলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বিজেপি কিভাবে নিজেদের এই অস্বস্তি ঢাকতে সক্ষম হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!