এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দূর্গাপুজোর আগে সরাসরি দিলীপ ঘোষের কাছে ফোন গেল মমতা ব্যানার্জির! জেনে নিন বিস্তারিত ভাবে

দূর্গাপুজোর আগে সরাসরি দিলীপ ঘোষের কাছে ফোন গেল মমতা ব্যানার্জির! জেনে নিন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনীতিতে সৌজন্যতা বাধ্যতামূলক। তাই দিনরাত একে অপরের সমালোচনায় ব্যস্ত থাকলেও, এবার করোনা আক্রান্ত দিলীপ ঘোষের ফোন করে খবর নিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় তাকে ফোন করে তার শরীর স্বাস্থ্যের খোঁজ নেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বলা বাহুল্য, তৃণমূল সরকারের ওপর চাপ দিতে এখন পুরোদস্তুর ময়দানে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি।

সভা সমিতির মধ্যে দিয়ে বিজেপির নানা নেতা তৃণমূল সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন। কিন্তু রাজনীতি যে রাজনীতির জায়গায় এবং সৌজন্যতা যে রাজনীতি থেকে অনেক ঊর্ধ্বে, তা এবার প্রমাণ করে দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে কিছুদিন আগেই করোনা আক্রান্ত হাসপাতালে ভর্তি দিলীপ ঘোষের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে তাকে ফোন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্বভাবতই এই ঘটনায় নানা মহলে চাঞ্চল্য তৈরি হয়। বিজেপির রাজ্য সভাপতি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেই তার দ্রুত সুস্থতা কামনা করে তার অনুগামীরা প্রার্থনা শুরু করেন।

আর এবার সেই দিলীপ ঘোষের সুস্থতার খবর নিতে তাকে সরাসরি ফোন করে দিলেন বাংলার প্রশাসনিক প্রধান। যাকে একাংশ রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বললেও, অন্য অংশ অবশ্য এই ঘটনাকে স্বাভাবিক দিক হিসেবে তুলে ধরতে শুরু করেছেন। বিশেষজ্ঞদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার সৌজন্যতা পালন করে আসেন। কট্টর বিরোধী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিনেও তাকে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছিল।

আর এবার বাংলার বর্তমান বিরোধী দলের যে নেতা সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলকে আক্রমণ করেন, সেই দিলীপ ঘোষের প্রতি সৌজন্যতা প্রদর্শন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে করোনা আক্রান্ত দিলীপ ঘোষের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে দেখা গেল তাকে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যতা জানিয়ে দিলীপ ঘোষকে এই ফোন রাজনীতিতে কোনো প্রভাব ফেলে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!