এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুর্নীতির অভিযোগে মমতার প্রশাসনকে ঘেরাও আমজনতার! নেতৃত্ব দিলেন তৃণমূলেরই হেভিওয়েট বিধায়ক?

দুর্নীতির অভিযোগে মমতার প্রশাসনকে ঘেরাও আমজনতার! নেতৃত্ব দিলেন তৃণমূলেরই হেভিওয়েট বিধায়ক?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে যেন সব দিক থেকেই প্রবল সমস্যার সম্মুখীন হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যখন বিজেপিকে কুপোকাত করতে উন্নয়নের প্রচার করতে ব্যস্ত দলের শীর্ষ নেতারা, ঠিক তখনই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে দুর্নীতির অভিযোগে ঘেরাও করলেন স্থানীয় বাসিন্দারা। আর জল্পনা বাড়িয়ে সাধারণ মানুষদের সেই ঘেরাও আন্দোলনে নেতৃত্ব দিলেন তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদহের কালিয়াচক এলাকায়।

একদিকে যেমন সাধারন মানুষ ভিডিওকে ঘেরাও করলেন, ঠিক তেমনই তৃণমূলের বিধায়কের তাতে নেতৃত্ব দেওয়া শাসকদলের ঘুম উড়িয়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, কালিয়াচক 9 নম্বর এলাকায় বহুদিন ধরে সরকারি কাজে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছিল। তবে বারবার প্রশাসনকে সেই ব্যাপারে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

আর তারপরই এদিন এই গোটা বিষয়টি নিয়ে সরব হয়ে ধর্নায় বসতে দেখা যায় মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনকে। যেখানে তার সাথে সাথে সামিল হন বাসিন্দারা। আর আশ্চর্যজনকভাবে তৃণমূল বিধায়ক তৃণমূল প্রশাসনের বিরুদ্ধে এইভাবে ময়দানে নেমে পড়ায় ক্রমশ অস্বস্তি বাড়ছে শাসক দলের।

এদিন এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন, “দীর্ঘদিন ধরে 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। বারবার জানানো সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় বিডিও সঞ্জয় ঘিসিং। কোনো সরকারি অনুষ্ঠানে তিনি উপস্থিত হচ্ছেন না। গ্রামবাসীদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখছেন না। কেউ অভিযোগ করলে বলেন, তার কিছু করার নেই। তাহলে উনি কি করতে আছেন! ওর জন্য এলাকার উন্নয়নের কাজ থমকে রয়েছে। এলাকাবাসীর স্বার্থে তাই শাসক দলের অধিনায়ক হয়েও আজ আমাকে এখানে আসতে হয়েছে।”

একাংশ বলছেন, এতদিন বিরোধীদলের জনপ্রতিনিধিদের প্রশাসনের বিরুদ্ধে ময়দানে নামতে দেখা যেত। কিন্তু এবার তৃণমূলের বিধায়ক যেভাবে প্রশাসনের বিরুদ্ধে ময়দানে নামলেন, তাতে অস্বস্তি বাড়ছে শাসকদলের। এমনকি এই গোটা বিষয় নিয়ে তৃণমূল বিধায়কের এই কর্মকাণ্ডকে হাতিয়ার করে রাজ্যের শাসক দলকে যে চেপে ধরতে উদ্যত হবে ভারতীয় জনতা পার্টি, তাতে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা। যার ফলে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় তৃণমূলের অস্বস্তি দ্বিগুণ ভাবে বৃদ্ধি পাবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই গোটা ঘটনায় তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছে ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে তারা। এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা বিজেপির সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “এই বিডিওর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। যে কারণে শাসকদলের বিধায়ক শেষ পর্যন্ত বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন। এই সরকারি আধিকারিক এমনভাবে কাজ করছেন যাতে উন্নয়ন আটকে যাচ্ছে। 2021 এ ক্ষমতায় এলে তদন্ত করে এদের আমরা শ্রীঘরে পাঠাব।”

একাংশ বলছেন, ইতিমধ্যেই রাজ্যের শাসকদলের অনেক বিধায়ক দলের গঠনতন্ত্র নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন। উত্তরবঙ্গের একের পর এক বিধায়ক প্রকাশ্যে দলের বিরুদ্ধে যেভাবে সরব হচ্ছেন, তাতে অস্বস্তি বাড়ছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। আর তার মধ্যেই এবার এক প্রশাসনিক কর্তার বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ তুলে যেভাবে বিক্ষোভ দেখাতে ময়দানে নেমে পড়লেন তৃণমূলের বিধায়ক, তাতে দল এবং সরকার উভয়ই সমস্যার সম্মুখীন হল। যেভাবে বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে এখন সরব হতে শুরু করেছে, তাতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব এবং রাজ্য প্রশাসনের শীর্ষ মহল ব্যাপকভাবে চাপে পড়বে বলেই দাবি ওয়াকিবহাল মহলের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!