এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দূরত্ব মান-অভিমান কি মিটছে? শুভেন্দু কি আবার তৃণমূলে সসম্মানে? নতুন পদক্ষেপে বাড়ছে জল্পনা!

দূরত্ব মান-অভিমান কি মিটছে? শুভেন্দু কি আবার তৃণমূলে সসম্মানে? নতুন পদক্ষেপে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন দলহীন কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা যাচ্ছিল তাকে। দলের কর্মসূচিতে যোগ দেওয়া তো দূর অস্ত, উল্টে সরকারের কোনো কর্মসূচিতেও উপস্থিত হননি তিনি। অবশেষে সরকারি কর্মসূচিতে উপস্থিত হতে দেখা গেল রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। সূত্রের খবর, এদিন নিজের দপ্তরের বরাদ্দ করা অর্থে হলদিয়া উন্নয়ন পর্ষদের মাধ্যমে রূপায়িত পথবাতি প্রকল্পের উদ্বোধনে উপস্থিত হন রাজ্যের পরিবহনমন্ত্রী। যেখানে মঞ্চের পেছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ছিল।

অর্থাৎ এতদিন শুভেন্দু অধিকারী দল এবং সরকারের সঙ্গে দূরত্ব বজায় রেখে নিজের মত করে অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিলেও, এদিন সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে দলের সঙ্গে দূরত্বকে কি মিটিয়ে নিলেন! এখন তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। জানা যায়, এদিন এই সরকারি কর্মসূচিতে উপস্থিত হলেও কোনো রাজনৈতিক মন্তব্য করতে দেখা যায়নি শুভেন্দু অধিকারীকে। তবে এতদিন সরকার বা দলের কর্মসূচিতে অনুপস্থিত থাকার শুভেন্দু অধিকারীকে নিয়ে যে জল্পনা চলছিল, এদিন সরকারি কর্মসূচিতে উপস্থিত হওয়ায় শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব কমতে শুরু করল বলে দাবি করলেন একাংশ।

তবে শুভেন্দু অধিকারী সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ায় তাকে নিয়ে জল্পনা বন্ধ হলেও, এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এদিন তিনি বলেন, “তৃণমূলে বিস্ফোরণ আসন্ন। আমরা দরজা বড় করে রেখেছি সবাইকে নেওয়ার জন্য। কোনো রাজনীতিবিদ যদি রাজনীতি করতে চান, বিজেপি সুযোগ দেবে। শুভেন্দুর সঙ্গে আমার কোনো কথা হয়নি। তবে বিধায়করা অনেকেই যোগাযোগ করছেন। আমরা তাদের বলেছি, আপনারা প্রস্তুতি নিন। যেদিন আসবেন, আপনাদের গ্রহণ করব। যে কোনো সময় এটা হতে পারে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে দিলীপ ঘোষ একথা বললেও তাকে সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে এক তৃণমূল নেতা বলেন, “কালী পুজোর সময় দু’রকম বাজি পটকা ফাটে দু দিনেই সে সবের রেশ মিলিয়ে যায়। আর বিস্ফোরণের ভয় তৃণমূল পায় না। কারণ তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করে বড় হয়েছে। মানুষ তার শক্তি। যারা এখানে ভুঁইফোড় রাজনীতি করতে এসেছেন, তারা সব দুদিনের পাখি। কালীপুজোর বাজির মত মিলিয়ে যাবেন।”

বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল থেকে কারা কারা বিজেপিতে যাবে, তা নিয়ে রাজনৈতিক মহলে বর্তমানে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এতদিন সেই তালিকায় শুভেন্দু অধিকারী বড় সংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন, দল এবং সরকারের সঙ্গে দূরত্ব অবলম্বন করে শুভেন্দুবাবু বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন। কিন্তু এমত পরিস্থিতিতে সরকারের কর্মসূচিতে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিলেও, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসেবে তিনি যে সরকারের সঙ্গে যুক্ত রয়েছেন, তা বুঝিয়ে দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী।

তাহলে শুভেন্দু অধিকারীকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তার সবটাই ভিত্তিহীন! দল পরিবর্তনের মতো কোনো সিদ্ধান্ত আপাতত নিচ্ছেন না রাজ্যের পরিবহনমন্ত্রী? সরকারের কর্মসূচিতে যোগ দিয়ে অন্তত সেই কথাই বোঝাতে চাইলেন শুভেন্দু অধিকারী বলে মত বিশেষজ্ঞদের। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!