এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি হেভিওzয়েট দেখা করলেন তৃণমূল সভাধিপতির সঙ্গে, তাহলে কি আবার ভাঙন গেরুয়া শিবিরে? চলছে জল্পনা

বিজেপি হেভিওzয়েট দেখা করলেন তৃণমূল সভাধিপতির সঙ্গে, তাহলে কি আবার ভাঙন গেরুয়া শিবিরে? চলছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টএকুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা সবার জানা। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিভিন্ন সময়ে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ এড়িয়ে গেছেন, ঠিক সেভাবে শুভেন্দু অধিকারীও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হওয়া এড়িয়ে গিয়েছেন বিভিন্ন সময়ে। গতকাল বিধানসভায় লোকায়ুক্ত নিয়োগ এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের বৈঠক ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এই বৈঠকে। এবং এই দুজন সিদ্ধান্ত নিয়েছেন নিয়োগের ব্যাপারে।

অন্যদিকে বৈঠকে উপস্থিত থাকার কথা বিরোধীদলের নেতার। কিন্তু সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী এই বৈঠকে থাকেননি। ধরেই নেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে যাওয়ার জন্যই বৈঠক বয়কট করেছেন বিধানসভায় বিজেপি দলনেতা। বারবার যখন বিজেপি দলনেতা তৃণমূল সুপ্রিমোকে এড়িয়ে যাচ্ছেন, তখন ঠিক উল্টো ছবি দেখা গেল আলিপুরদুয়ার জেলায়। মঙ্গলবার দেখা গেল আলিপুরদুয়ার জেলার তৃণমূল পরিচালিত জেলা সভাধিপতি শিলা দাস সরকারের সঙ্গে মাদারিহাটে বিজেপি বিধায়ক মনোজ টিজ্ঞা দেখা করলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও এ ব্যাপারে বিজেপি বিধায়ক মনোজ টিজ্ঞা জানিয়েছেন, তিনি মাদারিহাটের উন্নয়ন নিয়ে কথা বলতেই জেলা সভাধিপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন। মূলত রাস্তা এবং পানীয় জল সহ বিভিন্ন বিষয়ে তাঁর কথা হয়েছে। একইসাথে তৃণমূল সভাধিপতি শিলা দাস সরকারও জানিয়েছেন, একজন বিধায়ক যেকোনো সময় দেখা করতে আসতেই পারেন জেলা পরিষদে। এই নিয়ে মনোজ টিজ্ঞাকে যখন প্রশ্ন করা হয়, শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে কোন বৈঠকেই যাচ্ছেন না, তখন তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে এই বৈঠক কেন?

এর উত্তরে মাদারিহাটের বিজেপি বিধায়ক জানিয়েছেন, উন্নয়নের প্রশ্ন বিরোধী দল সরকারের সঙ্গে থাকবে। কিন্তু যদি বিরোধী দলকে কোন রকম ভাবে মর্যাদা দেওয়া না হয় তাহলে দলীয় অবস্থান অন্যরকম হবে। খুব স্বাভাবিকভাবেই মনোজ টিজ্ঞার সঙ্গে তৃণমূল জেলা সভাধিপতির দেখা হওয়া একটি রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কোন প্রতিক্রিয়া জানাননি। আপাতত এলাকার উন্নয়নের প্রশ্নে বিজেপি বিধায়ক মনোজ টিজ্ঞা কতটা কাজ করাতে পারেন সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!